হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় বন্যপ্রাণী রেঞ্জের পৃথক অভিযানে অবৈধভাবে শিকার করা ২৩টি পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন আসামিকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল পর্যন্ত হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ অফিসার মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে দেবপাড়া বাজার সংলগ্ন হাইওয়ে ও নবীগঞ্জ সদর এলাকায় অভিযান চালানো হয়।
প্রথমে দেবপাড়া বাজার সংলগ্ন হাইওয়ে থেকে দুই ব্যক্তিসহ ৪টি সরালী পাখি আটক করা হয়। পরে নবীগঞ্জ সদর থেকে আরও ১৬টি সরালী পাখি ও একজনকে আটক করা হয়।
পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ বন্যপ্রাণী বিক্রির অপরাধে চরগাঁও গ্রামের এংরাজ মিয়ার ছেলে জয়নাল মিয়াকে ৮ হাজার টাকা ও পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে সজ্জাদ মিয়াকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে শাস্তি প্রদান করা হয়।
এদিকে, উদ্ধার করা সরালী পাখিগুলো নবীগঞ্জ হাওরে অবমুক্ত করা হয়েছে। এছাড়া মিরপুর বাজার এলাকা থেকে আরও ২টি শালিক ও ১টি ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেকে/ আরআই