শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় এক দোকানের পাওনা টাকা পরিশোধ না করায় আ. ছাত্তার নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৯ অক্টোবর) মামলার শুনানি শেষে বিচারক আ. ছাত্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের সাহাপাড়ার ‘রাসেল এন্টারপ্রাইজ’ নামের দোকান থেকে ছাত্তার তার ফার্মের জন্য বিভিন্ন সময়ে গরু খাদ্য পণ্য ক্রয় করতেন। দীর্ঘদিন ধরে দোকানের ৯ লাখ টাকার পাওনা বকেয়া ছিল। পাওনা টাকার জন্য চাপ দিলে আ. ছাত্তার ১ লক্ষ টাকার চেক প্রদান করলেও একাউন্টে কোনো টাকা পাওয়া যায়নি। দোকান মালিক হারুন অর রশিদ বারবার দাবি জানালেও তিনি টাকা পরিশোধ করেননি। পরে জেলা লিগ্যাল এইড অফিসেও বিষয়টি সুরাহা না হওয়ায় হারুন অর রশিদ বাদী হয়ে আ. ছাত্তারের বিরুদ্ধে সিআর আমলি আদালতে চেক প্রতারণা ও পাওনা আদায়ে মামলা দায়ের করেন।
দোকান মালিক হারুন অর রশিদ বলেন, “দীর্ঘদিন ধরে পাওনা টাকার জন্য ঘুরেছি, আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
কেকে/ আরআই