লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন, জনস্পৃক্ততা ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম।
ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজনে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আদিতমারী উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হিয়া ইউনুছ, আদিতমারী উপজেলা মহিলা দলের সভাপতি হাসি বেগম, ওলামাদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, সাপ্টীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম সিদ্দিক মিলন, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম, ভেলাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন প্রমুখ।
জাহাঙ্গীর আলম বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যদি আমরা সবাই মিলে কাজ করি তাহলে আমাদের আর কোন অভাব থাকবে না, দেশ উন্নত হবে এবং স্বয়ংসম্পূর্ণরুপ ধারণ করবে দেশ। এজন্য সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। গত ১৭ বছরে আওয়ামী লীগের অত্যাচারে আমাদের বিএনপির কোন নেতাও বাড়ীতে থাকতে পারে নাই। তাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা-হামলা করেছে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ট ছিলাম। তারা দিনের ভোট রাতে করে জোর করে ১৭ বছর ক্ষমতা দখল করেছিল। বিগতদিনে আওয়ামী লীগের আমলে মামলা-হামলার ভয়ে আমি আপনাদের ছেড়ে চলে যাইনি। দলের করুন সময়ে যে কোন আন্দোলন সংগ্রামে অংশগগ্রহন করেছি। অথচ কিছু লোক দুর্দিনে দল ছেড়ে অন্য দলে গিয়েছে আবার দলে ফিরে এসেছে এখন তারা নাকি মনোনয়ন প্রত্যাশী। আমার প্রশ্ন তারা কিভাবে মনোনয়ন পায়। যারা দলের দুর্দিনে পাশে ছিল তাকেই মনোনয়ন দেওয়া হউক। সে হিসেবে আমি একজন দলের ক্ষুদ্র কর্মী, দলের মনোনয়নের অংশিদার।
তিনি আরও বলেন, ১৭ বছরে দুই উপজেলার কোন উন্নয়নমূলক কাজ হয় নাই। আগামীতে তৃণমূলের জনসমর্থন ও মতামত নিয়ে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে ধানের শীষ মার্কায় প্রার্থীকে বিজয় করা যাবে। তাই এখন সময় এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আপনার সেই স্বপ্ন পূরণে ধানের শীষে ভোট দিতে আহবান জানান।
কেকে/ আরআই