বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাতে টাইগারদের প্রয়োজন ১৫০ রান      দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী      সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাল্টাপাল্টি মামলা      ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল      নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা      দুর্ঘটনার পৌনে পাঁচ ঘন্টা পর উড়লো সেই ফ্লাইট      অবৈধ মোবাইল সেট বন্ধ হচ্ছে, চালু হচ্ছে এনইআইআর সিস্টেম      
জাতীয়
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৪৮ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৭:১৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। বুধবার (২৯ অক্টোবর) এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তাদের গেজেট বাতিলের তথ্য জানানো হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জনসহ সর্বমোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে। এরমধ্যে গেজেটে দ্বৈততায় কারণে ২৩ জন এবং অহত নয়/ আন্দোলনে সম্পৃক্ত নয় এরূপ ১০৫ জনের গেজেট বাতিল প্রজ্ঞাপন জারি করেছে।

গেজেট বাতিল করা ময়মনসিংহ বিভাগের ২১ জন হলেন—নেত্রকোনা জেলার সৈয়দ তরিকুল ইসলাম , শ্রেণি- গ,  গেজেট নাম্বার ৮০ , মোহাম্মদ নুরুল আমিন, শ্রেণি- গ , গেজেট নম্বর ৮৮, তানভীর আহমেদ শ্রেণি -গ, গেজেট নম্বর ১২১,কাজী আবুল বাশার সুমন শ্রেণি- গ , গেজেট নাম্বার ১২৩, রুহুল আমিন শ্রেণি- গ , গেজেট নাম্বার ১২৭ , মো. আমি হাসান রুপম শ্রেণি -গ, গেজেট নম্বর ১২৯, মোহাম্মদ আকিব তালুকদার শ্রেণি -গ, গেজেট নম্বর ১৪৬, মো. সুজন মিয়া শ্রেণি -গ , গেজেট নাম্বার ১৫৫ , মো. ইমন শাহারিয়া শ্রেণি - গ, গেজেট নম্বর ১৬৫ শ্রেণি ,  আশরাফুল ইসলাম জাসাম শ্রেণি -গ, গেজেট ১৭২ ,  মো. মুশফিকুর রহমান শ্রেণি-গ, গেজেট নম্বর ১৯৭ , মো. সজিব শ্রেণি -গ, গেজেট নাম্বার ১৯৮, সোহাগ মিয়া শ্রেণি -গ, গেজেট নাম্বার ১৯৯, রুবেল মিয়া শ্রেণি -ক, গেজেট নাম্বার ৩৬২,  মো. জসিম উদ্দিন, শ্রেণি - ক, গেজেট নাম্বার ৩৬৩ , রাব্বি হাসান শ্রেণি - গ, গেজেট নাম্বার ৫৬৫ , মো. আজহারুল ইসলাম বিপ্লব , শ্রেণি -গ, গেজেট নম্বর ৫৬৬,  মো. আবু ফরিদ আহামেদ , শ্রেণি -গ, গেজেট নাম্বার ৫৬৭,  আফরিনা জান্নাত , শ্রেণি - গ, গেজেট নাম্বার ৫৭০, মাজহারুল ইসলাম , শ্রেণি -গ, গেজেট নাম্বার ৬৪৮ ময়মনসিংহ জেলার আবু নাঈম শ্রেণি -গ, গেজেট নাম্বার ৪৮৭।
 
গেজেট বাতিল করা চট্টগ্রাম বিভাগের ৩৯ জন হলেন—চট্টগ্রাম জেলার মো. সাগর , শ্রেণি - খ, গেজেট নাম্বার ৩২৮ , আবদুল্লাহ আল নোমান, শ্রেণি - গ, গেজেট নাম্বার ৪৬৯, নাঈম উদ্দীন সাইদ , শ্রেণি -গ, গেজেট নাম্বার ৪৯২, মোহা: শরিফুল ইসলাম, শ্রেণি -গ , গেজেট নাম্বার -৫১৫, শাহাদাত ইকরাজ তাহনি, শ্রেণি -গ গেজেট নাম্বার - ৫২১, তাহমিনা ইকরাম চারটি শ্রেণি -গ গেজেট নাম্বার ৫২২, মাহিবী তাজওয়ার , শ্রেণি -গ গেজেট নাম্বার ৫৩৪, জসিম উদ্দিন শ্রেণি -গ গেজেট নাম্বার ৫৪২, মো. আতিকুল ইসলাম শ্রেণি -গ, গেজেট নাম্বার ৫৫২,  মো. ইয়াছিন শ্রেণি -গ গেজেট নাম্বার ৫৬০, আরফাতুল ইসলাম শ্রেণি -গ, গেজেট নাম্বার ৫৯৫, ফরহাদ আলম, শ্রেণি -গ, গেজেট নাম্বার ৬০১, মোহাম্মদ সাজ্জাদ কবির এমরান, শ্রেণি -গ, গেজেট নাম্বার - ৬০৩, মুনতাসিরুল হক চৌধুরী মামুর, শ্রেণি -গ, গেজেট নাম্বার - ৬১৬, পবন চন্দ্র নাথ, শ্রেণি -গ গেজেট নাম্বার ৬২২, মিশকাত আলম রিয়াদ, শ্রেণি -গ, গেজেট নাম্বার ৬৭৫, মো. এমরান শ্রেণি -গ গেজেট নাম্বার ৭১৭, মোহাম্মদ সাগর, শ্রেণি -গ গেজেট নাম্বার ৭৬৮,  নূরুল্লাহ, শ্রেণি -গ, গেজেট নাম্বার ৭৮৯, মোহাম্মদ রাফি, শ্রেণি -গ গেজেট নাম্বার ৭৯৯, ফয়সাল মোহাম্মদ শিহাব, শ্রেণি -গ, গেজেট নাম্বার ৮০২, মোছা. ইছনিয়া আকতার, শ্রেণি -গ গেজেট নাম্বার -৮২৪,  মো. মাঈনুদ্দীন, শ্রেণি -গ গেজেট নাম্বার -৮২৫, সাইমন, শ্রেণি -গ গেজেট নাম্বার -১৯৭৩, মো. আরিফ, শ্রেণি -গ গেজেট নাম্বার -১৯৭৬, রাসেল, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১৯৮৬, রমজান আলী, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১৯৮৭, মাহিম চৌধুরী, শ্রেণি -গ গেজেট নাম্বার -১৯৯১, রিফাত বিন আল, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১৯৯৯, লক্ষ্মীপুর জেলার মো. হাছান, শ্রেণি - ক, গেজেট নাম্বার -২৫৮, আবু জুহামুল ইসলাম, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১৮৮১,  ব্রাহ্মনবাড়িয়া জেলার মো. তানভির হোসেন, শ্রেণি -গ , গেজেট নাম্বার -৪৩৭, চাঁদপুর জেলার মোহাম্মদ মোস্তফা কামাল নুর, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১০৪৮, নোয়াখালী জেলার শেখ মো. রাশেল, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১০৬৮, মো. জসিম উদ্দিন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১০৭৮, মো. বেলায়েত হোসেন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১১০০, মো. গিয়াস উদ্দিন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১১৬৩, মো. নাজিম মিয়া, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১১৮১, মো. ইমাম হাসান, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১১৮২।

গেজেট বাতিল করা  বরিশাল বিভাগের ২ জন হলেন—পিরোজপুর জেলার আলী, শ্রেণি-গ, গেজেট নাম্বার-১৯৩, বরিশাল জেলার নাঈম, শ্রেণি -গ গেজেট নাম্বার -৬৩০ ।

গেজেট বাতিল করা সিলেট বিভাগের ২৬ জন হলেন—মৌলভীবাজার জেলার মো. আজমল আলী, শ্রেণি -গ, গেজেট নাম্বার -২, নুর ইসলাম আহমেদ সুজন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১৫, মাহমুদুল হাসান, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১৬, তামিম আহমদ, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৪০, মিনহাজুর রহমান রিমন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৪১, দেলোয়ার আহমেদ সেলিম, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৪৬, মো. রিয়াদ মাহমুদ রকি, শ্রেণি -গ , গেজেট নাম্বার -৪৯, মো. আরিফুল ইসলাম, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫০, শেখ মো. মাহফুজুর রহমান মাহিন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫১, জমির মিয়া, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫২, মো. রায়হান চৌধুরী, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫৪, মো. রুমান আহমেদ, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫৫, হুমায়ুন আহমদ, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫৬, তানবির মিয়া, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫৭, নবিবুর রহমান, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫৯,  জিসাম হোসেন রাহী, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৭৩, ইমাদ উদ্দিন আহমেদ, শ্রেণি -গ, গেজেট নাম্বার - ৮০, মো. আলী হোসেন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৮৯, তারেকুল ইসলাম তারেক, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৯০, মো. সুমন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৯১, 

অবশিষ্ট অংশ—নাঈম আহমদ, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৯০৬, সিলেট জেলার ফখরুল হাসান, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৩৫৬, সুনামগঞ্জ জেলার মো. রুহুল আমিন, শ্রেণি- -গ, গেজেট নাম্বার -৪৪৫, মোফাজ্জল হোসেন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৪৯১, মো. আফতাব উদ্দিন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫৭১, আল- হেলাল মো. ইকবাল মাহমুদ, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫৮৫, মো. মোবারক হোসেন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৬০১ ।

গেজেট বাতিল করা ঢাকা বিভাগের ১৪ জন হলেন—গাজীপুর জেলার রাসেল, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৬৭০, জিহাদ , শ্রেণি -গ, গেজেট নাম্বার -৩৪১৩,  মো. শাহিন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৭৩৩, মোছা. রুমি, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৩৪৩১ , টাঙ্গাইল জেলার খন্দকার রাজ, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১০৬৩, রাফিউল নাঈম, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১১৬১, রাশিদুল ইসলাম অনিক, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১১৬৩, আব্দুল্লাহ আল রাহাত, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১১৬৬, নরসিংদী জেলার মো. মঞ্জুমুল আলম জিসান, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১৯৩২, মাদারিপুর জেলার মো. সাইফুল ইসলাম শুভ, শ্রেণি -গ, গেজেট নাম্বার -২৬৮২, মুন্সীগঞ্জ জেলার মুহাম্মদ রিয়াজুল হাসান, শ্রেণি -গ, গেজেট নাম্বার -২৮৩৮, বেলায়েত হোসেন শাহিন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -২৮৩৯, রাজবাড়ী জেলার মজিবর মৃধা, শ্রেণি -গ, গেজেট নাম্বার -২৯৬৪, কিশোরগঞ্জ জেলার মো. মাসুদুর রহমান, শ্রেণি- -গ, গেজেট নাম্বার -৬৪৫, ঢাকা জেলার মো. মিরাজ শরীফ, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১৪৮২ ।

গেজেট বাতিল করা রাজশাহী বিভাগের ১৩ জন হলেন—পাবনা জেলার মো. সোহেল রানা, শ্রেণি -গ, গেজেট নাম্বার -২৯৭, বগুড়া জেলার মো. সজিব আহমেদ, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৩৮৪, রশিদা , শ্রেণি -গ, গেজেট নাম্বার -৩৮৯, নিরব কুমার দাস , শ্রেণি -গ, গেজেট নাম্বার -১১৪৭, রাজশাহী জেলার মো. মেহেদী হাসান অমি, শ্রেণি -গ, গেজেট নাম্বার - ৭৬০, মো. নাঈম উদ্দিন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৭৮০, মো. সাইফুল ইসলাম, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৭৯৬, মেহেদী হাসান, শ্রেণি -গ, গেজেট নাম্বার ৭৮৯, পলাশ, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৮০৩, মো. জাহিদ হাসান, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৮৩৪, সিরাজগঞ্জ জেলার শ্রী দিপ্ত কুমার, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৮৬২, মো. আলামিন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৮৬৪,  মো. মহিউদ্দিন সরকার, শ্রেণি -গ, গেজেট নাম্বার ৮৭৭ ।

গেজেট বাতিল করা খুলনা বিভাগের ৯ জন হলেন—কুষ্টিয়া জেলার মো. বদিউজ্জামান বাবুল, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৪৮১, মো. ইয়াছিন আহমেদ পাভেল, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৪৯৮, মো. জিয়াউল মালিক, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫০৬, মাহাবুল হোসেন, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১২১৩, মো. জুয়েল আক্তার জয়, শ্রেণি -ক , গেজেট নাম্বার -৫০৫, খুলনা জেলার মো. মিনারুল ইসলাম, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫০১, মো. সোহেল, শ্রেণি -খ, গেজেট নাম্বার -৫০৮, মো. মিন্টু হাওরাদার, শ্রেণি -গ, গেজেট নাম্বার -৫০৮, খালিদ শামস প্রান্ত, শ্রেণি -গ,৫০৯ ।

গেজেট বাতিল করা রংপুর বিভাগের ৩ জন হলেন—দিনাজপুর জেলার মো. সুমন হোসেন, শ্রেণি -খ, গেজেট নাম্বার -৭৪৫, লালমনিরহাট জেলার মো. রাসিফুল ইসলাম প্রধান, শ্রেণি -গ, গেজেট নাম্বার -১২৯৫, ঠাকুরগাঁও জেলার সুমন , শ্রেণি -গ , গেজেট নাম্বার -৩৮৮ ।

যে সমস্ত জুলাই যোদ্ধা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন  এবং বেআইনি ভাবে সরকারের অর্থ আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এজে

আরও সংবাদ   বিষয়:  জুলাই যোদ্ধা   গেজেট বাতিল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাপাসিয়ায় বেহাল যাত্রী ছাউনি, ভোগান্তিতে সাধারণ মানুষ
আসন্ন জকসু নির্বাচন প্রস্তুতির কাজগুলো চ্যালেঞ্জিং
মিলল না প্রতিশ্রুতি, আলুতে ক্ষতির ভারে নুইয়ে কৃষক
১৩ ডিসেম্বর শুরু জবির ভর্তি পরীক্ষা
মতলবের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

সর্বাধিক পঠিত

নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাবিপ্রবি
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে এসআইসিআইপি-বিজিএমইএ’র মতবিনিময় সভা
টানা পাঁচ দিন ভারি বর্ষণের আভাস
‘বিগত সময়ে বিদ্যুৎ বিভাগের দপ্তরগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে’
মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close