বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়াল বাংলাদেশ      দক্ষ প্রকৌশলী গঠনই টেকসই অবকাঠামোর মূল ভিত্তি : শাহেদুল আজিম      ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা : প্রেস সচিব      আজকের আলোচিত সাত সংবাদ      ঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে      টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাতে টাইগারদের প্রয়োজন ১৫০ রান      দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী      
দেশজুড়ে
শেখ হাসিনার বিচার শুরু, ফাঁসি হবে : আমান উল্লাহ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং অবশেষে তার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার গোয়ালখালী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারে না। সেনাবাহিনী, ছাত্রজনতা, ও নিরীহ মানুষকে হত্যা করে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং এই বিচার একদিন জনগণের আদালতে শেষ হবে। শেখ হাসিনার ফাঁসি হবেই ইনশাআল্লাহ।

অমান উল্লাহ আমান বলেন, দেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন তাদের নির্বাচনী প্রতীকও ব্যালটপেপারে নেই। এটাই প্রমাণ করে যে জনগণ আওয়ামী লীগের মুখ দেখতেও চায় না।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের উন্নয়ন না করে শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। রাস্তাঘাটের সংস্কার করতে পারেনি, জনগণকে পর্যাপ্ত গ্যাস সংযোগ দিতে পারেনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের একটি রাস্তাও ভাঙা থাকবে না। প্রতিটি ঘরে গ্যাস, বিদ্যুৎ ও উন্নত সেবা পৌঁছে দেওয়া হবে। কেরানীগঞ্জকে আধুনিক মডার্ন সিটি হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. ইসমাইল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, বিএনপি নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা মো. সেলিম, রকি খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   আমান উল্লাহ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিখোঁজের ১৮ ঘন্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজনীতি না করার ঘোষণা দিয়েও মনোনয়ন চান সন্দ্বীপের কামাল
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়াল বাংলাদেশ
দক্ষ প্রকৌশলী গঠনই টেকসই অবকাঠামোর মূল ভিত্তি : শাহেদুল আজিম
নালিতাবাড়ীতে পাওনা টাকা না দেওয়ায় ব্যবসায়ী কারাগারে

সর্বাধিক পঠিত

নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাবিপ্রবি
‘বিগত সময়ে বিদ্যুৎ বিভাগের দপ্তরগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে’
কাপাসিয়ায় বেহাল যাত্রী ছাউনি, ভোগান্তিতে সাধারণ মানুষ
মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close