বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: আজকের আলোচিত সাত সংবাদ      ঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে      টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাতে টাইগারদের প্রয়োজন ১৫০ রান      দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী      সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাল্টাপাল্টি মামলা      ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল      নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা      
প্রিয় ক্যাম্পাস
তরুণ কলাম লেখক ফোরাম
চবি শাখার সভাপতি ইমন, সম্পাদক রিয়াদ
চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ রিয়াদ উদ্দিন।

বুধবার (২৯ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চবি শাখার নতুন কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—সভাপতি ইসমাইল হোসেন ইমন (আই.এইচ. ইমন), সহ-সভাপতি মোনেম শাহরিয়ার শাওন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজ ওয়াসী, সহ-সাংগঠনিক সম্পাদক কারিশমা ইরিন, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ইকরা, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম, উপ-দপ্তর সম্পাদক সানজিদা আফরোজ, প্রশিক্ষণ সম্পাদক নুসরাত সুলতানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাঈম মিজি, প্রচার সম্পাদক মো. মাহফুজ রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান শাকিব, সম্পাদকীয় পর্ষদ সদস্য ইমরান নাজির ও আব্দুল্লাহ আল নাঈম, কার্যনির্বাহী সদস্য রিতু আক্তার ও মোহাম্মদ আবরার আহাদ রাফি।

নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন ইমন পূর্বে শাখার উপ-দপ্তর সম্পাদক এবং সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন ছিলেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

দায়িত্ব পাওয়ার পর সভাপতি ইমন বলেন, ‘প্রথমেই সর্বশক্তিমান আল্লাহর দরবারে অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদের চিন্তার স্বাধীনতা ও কলমের শক্তি দিয়েছেন। দায়িত্ব একটি গুরুভার, একটি পরীক্ষা ও একটি আমানত। সে গুরুভার যেন বইতে পারি, পরীক্ষায় যেন সফলভাবে কৃতকার্য হতে পারি এবং আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা আমার একান্ত কাম্য।’

সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন বলেন, ‘চবি শাখার লেখক ফোরামের নবাগত সাধারণ সম্পাদক হিসেবে আমাদের ক্যাম্পাসকে বুদ্ধিবৃত্তিক চর্চার এক প্রাণবন্ত কেন্দ্রে পরিণত করাই আমার লক্ষ্য। আমাদের লেখনীর মাধ্যম হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমি চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নির্ভয়ে ক্যাম্পাসে মুক্তচিন্তা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে তার চিন্তার স্বাধীনতা প্রকাশ করতে পারে আর লেখক ফোরাম হোক তাদের এ পথের সহযাত্রী।’

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সংগঠনটি তরুণ লেখকদের লেখা প্রকাশে সহায়তা, কর্মশালা ও সেমিনারের আয়োজনসহ লেখালেখির সংস্কৃতি বিস্তারে কাজ করছে। বর্তমানে এটি দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয় এবং এর একটি গুরুত্বপূর্ণ শাখা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  তরুণ কলাম লেখক ফোরাম   চবি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আজকের আলোচিত সাত সংবাদ
ঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে
কাপাসিয়ায় বেহাল যাত্রী ছাউনি, ভোগান্তিতে সাধারণ মানুষ
আসন্ন জকসু নির্বাচন প্রস্তুতির কাজগুলো চ্যালেঞ্জিং
মিলল না প্রতিশ্রুতি, আলুতে ক্ষতির ভারে নুইয়ে কৃষক

সর্বাধিক পঠিত

নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাবিপ্রবি
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে এসআইসিআইপি-বিজিএমইএ’র মতবিনিময় সভা
টানা পাঁচ দিন ভারি বর্ষণের আভাস
‘বিগত সময়ে বিদ্যুৎ বিভাগের দপ্তরগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে’
মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close