পটুয়াখালীর দশমিনায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) রাতে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. বেল্লাল হোসেন উপজেলার আলীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত্যু হাতেম আলী চৌকিদারের ছেলে, তিনি ওই ওয়ার্ডের আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন। অপর জন মো. হাসান বয়াতী একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খলিশাখালী গ্রামের মকবুল হোসেন বয়াতীর ছেলে, তিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব আছেন।
থানা সূত্রে জানা যায়,মামলা সূত্রে জানা যায়, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ছায়েদ আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২ সালের ৬ মার্চ বিকালে ইউনিয়ন বিএনপি'র কাউন্সিল চলাকালীন সময়। উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ হামলা চালায় তাতে বিএনপি'র শতাধিক নেতাকর্মী আহত হয় বলে অভিযোগ বিএনপি'র।
এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, যুবলীগের ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় বুধবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার পুলিশের একটি দল অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে মামলার এজাহারের সন্ধিগ্ধ আসামি মো. বেল্লাল হোসেন ও মো. হাসান বয়াতীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম খোলা কাগজকে জানান, বুধবার রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগের নেতা বেল্লাল হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের হাসান বয়াতীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় আদালতে প্রেরণ হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান আছে।
কেকে/এআর