নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মাদানীনগর চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ আহত সেল এ দোয়ার আয়োজন করে।
নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মো. জাবেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও স্মরণসভায় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
পরে জুলাই আন্দোলনে আহতদের পরিবারকে উপহার তুলে দেয়া হয়।
কেকে/ আরআই