নারায়ণগঞ্জের খানপুরে ৩শ’ শয্যা হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে হাসপাতালটির তিনটি স্থানে এসব ডিজিটাল ডিসপ্লে স্থাপন করে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ডিজিটাল ডিসপ্লে স্থাপনের উদ্বোধন করেন।
এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এএফএম মুশুর রহমান এবং হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. আবুল বাশার।
জেলা প্রশাসক বলেন, মানুষ জীবনের সবচেয়ে দুর্বল ও অসহায় মুহূর্তে হাসপাতালে ছুটে আসে চিকিৎসা নিতে। বিশেষ করে অসচ্ছল ও নিম্ন আয়ের নাগরিকরা সরকারি হাসপাতালের ওপরই নির্ভরশীল। প্রায় এক কোটি মানুষের এই জেলায় সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একত্রে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে সাধারণ মানুষের অনেক প্রশ্ন। এসব ক্ষেত্রে স্বচ্ছতা থাকা প্রয়োজন। ডিজিটাল ডিসপ্লেতে প্রতিদিনের রোগীর সংখ্যা ও তাদের চিকিৎসার সকল তথ্য থাকবে। ফলে চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে। নাগরিকদের মধ্যে সরকারি হাসপাতালের প্রতি আস্থা আরও বাড়বে।
কেকে/ আরআই