নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসী শফিকুল ইসলামকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (২০ অক্টোবর) ভোরে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শফিকুল ইসলাম রূপগঞ্জের তারাবো এলাকার ফাইজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অন্তত ৬টি মামলা রয়েছে।
র্যাব-১১’-এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় খাবারের হোটেল ব্যবসায়ী লোকমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে শফিকুল। হুমকির মুখে লোকমান বাধ্য হয়ে ১ লাখ টাকা পরিশোধ করেন। গত ১৮ অক্টোবর দুপুরে শফিকুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী পুনরায় চাঁদা বাকি চার লাখ টাকা দাবি করে। লোকমান টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়।
মো. নাঈম উল হক বলেন, ‘অস্ত্র আইনে শফিকুলের বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় মামলা দায়ের করেছে। তাকে সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।’
রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গত ১৮ অক্টোবর লোকমানকে গুলির ঘটনায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তার মা দিলোয়ারা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
কেকে/ এমএ