চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ব্রাহ্মণহাট সংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. সুমন (২২), মো. সুলতান (২২) ও মো. রাকিব (১৯)।
তারা তিনজন নাজিরহাট পুরাতন বাসস্ট্যান্ড ও নাজিরহাট কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তারা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মো. নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে হালদা নদীর চর কেটে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে সাজা দেওয়া হয়েছে।’
অভিযানে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত দুটি চাঁদের গাড়ি জব্দ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন নাজিরহাট পৌরসভার কর্মচারী ও নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের একটি টিম।
কেকে/এমএ