পঞ্চগডের বোদা উপজেলার কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি গঠিত ম্যানেজিং কমিটিকে অবৈধ দাবি করে নতুন করে বৈধ কমিটি গঠনের দাবি তুলেছেন অভিভাবক সদস্যরা। 
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সিলেকশনের মাধ্যমে করা হয়েছে। তবে ওই কমিটি গঠনের প্রক্রিয়ায় নিয়মনীতি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের অভিভাবক সদস্যরা। 
শিক্ষার্থী অভিভাবক মো. আবুল কালাম, মো. আব্দুল কাদের, মো. আফছার আলী ও মো. আব্দুল হাকিম স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ার পর যথাযথ ভোটার তালিকা প্রস্তুত না করেই কমিটি গঠন করা হয়েছে, যা সম্পূর্ণভাবে অবৈধ। 
তারা দাবি করেন, বিদ্যালয়ের দাতা সদস্য মনোনয়ন, শিক্ষক প্রতিনিধি নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়ন ছাড়া কমিটি গঠন করা শিক্ষা আইনের পরিপন্থী। 
তাই, অবৈধ কমিটি বাতিল করে পুনরায় নিয়ম অনুযায়ী নতুন ম্যানেজিং কমিটি গঠনের জন্য তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছেন। 
তারা আরও বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, প্রশাসনিক স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিচালনা বজায় রাখতে আইনি প্রক্রিয়ায় নতুন করে ভোটার তালিকা তৈরি ও নির্বাচনই একমাত্র সমাধান।’
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবী বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 
কেকে/এমএ