ফরিদপুরের বোয়ালমারীতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় আনুমানিক ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ চার লাখ টাকা লুট হয়েছে বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের বড়াইগ্রামের নারায়ণ চন্দ্র সাহার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নারায়ণ সাহাকে ওই দিন ফরিদপুরের আরোগ্য সদনে ভর্তি করা হয়। তার স্ত্রী লক্ষ্মী রানী সাহা ও ছোট ছেলে অঙ্কন সাহা সঙ্গে ছিলেন। নারায়ণ সাহার বড় ছেলে সৌরভ সাহা এবং তার নববিবাহিত স্ত্রী পূজা সাহা সেই রাতে বাড়িতে ছিলেন। রাত দুইটার দিকে ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। পরিবারের লোকজনের হাত, পা ও চোখ বেঁধে সব কক্ষের আলমারী তছনছ করে আনুমানিক ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে যায়।
নারায়ণ সাহারের ছেলে সৌরভ সাহা বলেন, “আমাদের বাপ-দাদার আমল থেকে জমানো প্রায় ৫০ ভরি স্বর্ণ ডাকাতদল নিয়ে গেছে। বর্তমানে আমাদের আর কিছুই রইল না।”
এ ঘটনার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী সার্কেল) আজম খান বলেন, বিষয়টির তদন্ত করা হচ্ছে। মামলা হওয়ার পর পরবর্তীতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ আরআই