নওগাঁর পত্নীতলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন।
উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. পারভেজ মোশারফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।
এ সময় গম চাষের জন্য ২ কেজি গম বীজ, সরিষার জন্য ১ কেজি, সূর্যমুখীর জন্য ১ কেজি এবং পেঁয়াজের জন্য প্রত্যেকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। এই কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৫ হাজার ৫০০ কৃষক বীজ ও সার পাবেন।
কেকে/ আরআই