বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫,
১৪ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
শিরোনাম: রাজনীতি থেকে তরুণদের দূরে রাখার প্রবণতা বিপজ্জনক : তাসনিম জারা      রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের      দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় মোন্থা, টানা বৃষ্টির আভাস      গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর বিরোধ হতাশাব্যঞ্জক      জাতীয় নির্বাচন সুষ্ঠু হ‌বে কি না স‌ন্দেহ তৈ‌রি হ‌য়ে‌ছে : রিজভী      ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’      এমপিও শিক্ষকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬      
অর্থনীতি
দারাজমল আনল ‘অথেন্টিসিটি গ্যারান্টি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:০৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বছরের বড় সেল ১১.১১ উপলক্ষে দারাজমলের জন্য এক নতুন অভিজ্ঞতা এনেছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। নতুনভাবে সাজানো দারাজমলে ব্র্যান্ড ও অনুমোদিত সেলাররা এখন দিচ্ছে অথেনটিসিটি গ্যারান্টি—যেখানে ক্রেতারা পণ্যের মান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন এবং পণ্য আসল না হলে তিন গুণ পর্যন্ত ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য) পাবেন। এই উদ্যোগের মাধ্যমে দারাজমল নিশ্চিত করছে আরও নির্ভরযোগ্য ও নিশ্চিন্ত ব্র্যান্ড শপিং অভিজ্ঞতা।

দারাজমল এই অঞ্চলের দেড় হাজারের বেশি ব্র্যান্ড এবং লক্ষ লক্ষ গ্রাহকের আস্থা অর্জন করেছে। এতে ফ্যাশন, বিউটি, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির দেশি-বিদেশি নানা ব্র্যান্ড রয়েছে; যার মধ্যে ওয়ালটন, ইউনিলিভার, আরএফএল হাউসওয়্যার, বাটা ইত্যাদির মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো অন্যতম। নতুন দারাজমল ডিজাইনটি এখন আরও উজ্জ্বল বেগুনি রঙের প্যালেটকে তুলে ধরে, যা আসল পণ্য, উদ্ভাবন এবং একটি প্রাণবন্ত ব্র্যান্ড শপিং অভিজ্ঞতার প্রতি এর নতুন ফোকাসকে প্রতিফলিত করে।

দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার এবং দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, “দারাজের সামগ্রিক ব্যবসায়িক কৌশলে দারাজমল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো দক্ষিণ এশিয়ায় তাদের প্রযুক্তিগত বা ব্যবসায়িক কৌশলের মাধ্যমে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। দারাজমলের মাধ্যমে আমরা ব্র্যান্ড ও গ্রাহকদের সংযোগের ধরন নতুনভাবে সংজ্ঞায়িত করছি—যেখানে ভরসা ও বিশ্বাসই হচ্ছে মূল ভিত্তি, যা এখনকার অনলাইন ক্রেতাদের জন্য সবচেয়ে মূল্যবান। আমাদের ‘অথেন্টিসিটি গ্যারান্টি’ এই আস্থাকে আরও শক্তিশালী করে।”

দারাজমল ক্রমাগতভাবে সেইসব গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করছে; যারা নির্ভরযোগ্য ও অফিসিয়াল ব্র্যান্ড চ্যানেলের মাধ্যমে মানসম্মত পণ্য, ওয়ারেন্টি নিশ্চয়তা ও কার্যকর আফটার-সেলস সাপোর্ট পেতে চান। একাধিক পেমেন্ট অপশন, এক্সক্লুসিভ কার্ড অফার, সুবিধাজনক ডোর-টু-ডোর ডেলিভারি, দ্রুত কাস্টমার সার্ভিস ও প্রায়োরিটি রিটার্নের সুবিধাসহ দারাজমল একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে, যা প্রতিটি কেনাকাটায় গুণমান এবং আস্থা নিশ্চিত করে।

এই ১১.১১ ক্যাম্পেইনে দারাজমল দক্ষিণ এশিয়ার গ্রাহকদের দিচ্ছে ১ কোটি ১৭ লক্ষেরও বেশি ব্র্যান্ডেড পণ্যে আকর্ষণীয় অফারসহ উচ্ছ্বাস ও নিশ্চয়তার এক অনন্য সংমিশ্রণ। তিনগুণ ক্যাশব্যাকসহ মানসম্মত পণ্যের গ্যারান্টির পাশাপাশি, ক্রেতারা পাচ্ছেন ফ্রি ডেলিভারি, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিল ও প্রতিদিনের ব্র্যান্ড রাশ আওয়ারে ৬০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাশ ভাউচার সুবিধা। গ্রাহকরা দ্রুততম দুই দিনের মধ্যে ডেলিভারি এবং ঝামেলাহীন ১৪-দিনের রিটার্ন সুবিধা উপভোগ করতে পারবেন, যা কেনাকাটার অভিজ্ঞতাকে করবে চিন্তামুক্ত।

দারাজমলের মোবাইল ব্র্যান্ড হিসেবে দারাজের সাথে এই সফল অগ্রযাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিয়েলমি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যালেন চেন বলেন, ‘দারাজের সাথে আমাদের এই পথচলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পেরে রিয়েলমি-তে আমরা সত্যিই রোমাঞ্চিত, বিশেষ করে দারাজের ৭.৭, ৯.৯ ও ১০.১০ ক্যাম্পেইনের অভূতপূর্ব সাফল্যের পর, যা প্ল্যাটফর্মটিতে ‘নম্বর ১’ মোবাইল ব্র্যান্ড হিসেবে আমাদের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করেছে। এই সাফল্য এসেছে দারাজের সাথে আমাদের একই অঙ্গীকারের প্রতিফলন হিসেবে, যার মাধ্যমে আমরা রিয়েলমি নোট ৬০এক্স, সি৭১ ও রিয়েলমি ১৪ সিরিজের মতো আমাদের অত্যাধুনিক প্রযুক্তি লক্ষ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পেরেছি।’

‘আসন্ন ১১.১১-তে, আমরা সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সর্বাধুনিক রিয়েলমি সি৮৫ প্রো এবং সম্পূর্ণ নতুন রিয়েলমি ১৫ সিরিজের পাশাপাশি গ্রাহকদের অন্যতম পছন্দের নোট ৬০এক্স, নোট ৭০ ও সি৭১’-এর মতো ডিভাইসগুলো থাকছে অভাবনীয় সব মূল্যে!’

ক্রেতারা দারাজ অ্যাপ বা ওয়েবসাইটের হোমপেজে ডেডিকেটেড দারাজমল চ্যানেলের মাধ্যমে সহজেই দারাজমল খুঁজে পেতে পারেন। কেনাকাটার পুরো সময়জুড়ে ‘মল’ ব্যাজযুক্ত পণ্যগুলো সহজেই চেনা যায়, যা গ্রাহকদের এই আশ্বাস দেয় যে প্রতিটি কেনাকাটা ভেরিফায়েড ব্র্যান্ড পার্টনার বা সেলারদের কাছ থেকে আসছে এবং এর সাথে রয়েছে আসল পণ্যের নিশ্চয়তা ও নির্ভরযোগ্য সেবা।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  দারাজমল   দারাজ   অথেন্টিসিটি গ্যারান্টি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে ঐতিহ্যবাহী ‘হাইত’ উৎসবে মাতল মাছ শিকারিরা
বিকল্প নেতৃত্বে শক্তিশালী জাতীয় রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে
নারায়ণগঞ্জে অনুপ্রেরণামূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
পাঁচবিবিতে রাস্তায় বাঁশের বেড়া, অবরুদ্ধ দুই পরিবার

সর্বাধিক পঠিত

অষ্টম হয়েই খুশি তাফাননুম নাওয়ার
মোহাম্মদপুরে সাপ্তাহিক বন্ধের দিনেও খোলা থাকে মার্কেট
চুয়াডাঙ্গায় নার্সিং অধিদপ্তর একীভূতকরণের প্রতিবাদে মানববন্ধন
পত্নীতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মেডিকেল টুরিজমে সুহা ট্রাভেলস থাইল্যান্ডের চমক

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close