চট্টগ্রামের ফটিকছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে আলোচনা সভা, সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর মোল্লার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তানভীর আহমেদ সিদ্দিকী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ।
প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মসূচি যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানের মাধ্যমে পরিচালিত হয়।
কেকে/ আরআই