উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:১৫ পিএম

ছবি: প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে র্যালি ও আলোসভার আয়োজন করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেট্রোল পাম্প সংলগ্ন উপজেলা যুবদলের কার্যালয় এসে শেষ।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলৈন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক।
সভায় উপস্থিত ছিলেন বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আফতাব উদ্দিন মন্ডল, নূরে ছাবা স্টার প্রমুখ।
কেকে/ এমএ