বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫,
১৪ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
শিরোনাম: রাজনীতি থেকে তরুণদের দূরে রাখার প্রবণতা বিপজ্জনক : তাসনিম জারা      রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের      দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় মোন্থা, টানা বৃষ্টির আভাস      গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর বিরোধ হতাশাব্যঞ্জক      জাতীয় নির্বাচন সুষ্ঠু হ‌বে কি না স‌ন্দেহ তৈ‌রি হ‌য়ে‌ছে : রিজভী      ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’      এমপিও শিক্ষকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬      
প্রিয় ক্যাম্পাস
জকসুতে নতুন ১০ পদ সংযোজনের দাবি ছাত্রদলের
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের বিধিমালায় নতুন ১০ পদ সংযোজনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখা। একইসাথে তারা নির্বাচন কেন্দ্রিক ক্যাম্পাসে সহিংসতা রোধ, সব সংগঠনের স্বাধীন মত প্রকাশ এবং প্রশাসনের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানায়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল লিখিত বক্তব্যে এসব দাবি জানান।

হিমেল বলেন, আমাদের প্রত্যাশা ছিল প্রশাসন একটি আধুনিক, যুগোপযোগী ও বাস্তবসম্মত জকসু নীতিমালা প্রণয়ন করবেন। কিন্তু আমরা দেখেছি, প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে তাড়াহুড়ো করেছে, যা হতাশাজনক।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবার জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে আশাবাদী। প্রশাসন সকল ছাত্র সংগঠনকে সমান সুযোগ দেবে, যেন প্রত্যেকে গণতান্ত্রিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। জকসু কোনো দলীয় প্রভাব বা পক্ষপাতদুষ্টতার শিকার না হয়ে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের মুক্তমঞ্চ হোক। জকসু শুধুমাত্র রাজনৈতিক নয়, শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম হয়ে উঠুক। এছাড়া জকসুর নেতৃত্ব এই সমস্যাগুলোর স্থায়ী সমাধানে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে প্রশাসনের সঙ্গে কাজ করবে।

বিধিমালা পর্যালোচনার বিষয়ে তিনি বলেন, সংবিধির বেশ কিছু ধারা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ইতিবাচক হলেও কিছু জায়গায় আরও সুস্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। জকসুর মেয়াদ ও দায়িত্বের ক্ষেত্র নির্দিষ্ট ও বাস্তবসম্মত করা। সদস্যপদে অংশগ্রহণের যোগ্যতা আরও সহজ করা। সংবিধিতে শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমের ওপর জোর দেওয়া। উপাচার্য ও কোষাধ্যক্ষের সাথে সমন্বয় করার ক্ষমতা শুধু সহ-সভাপতিকে রাখা হয়েছে, এর সাথে সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা প্রয়োজনীয়।

সংবাদ সম্মলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমাদের যেসব নেতাকর্মী আছেন, সকলেই যোগ্য। তবে এখনও প্যানেলে কারা থাকবেন এ নিয়ে আলোচনা হয়নি। জকসু নির্বাচনে অধিকরতর গ্রহণযোগ্য প্রার্থীদের নিয়েই প্যানেল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, আমরা এমফিল ও পিএইচডি’র শিক্ষার্থীদের রাখার দাবি জানিয়েছিলাম। সেটা রাখা হয়নি। অন্য বিশ্ববিদ্যালয়ে ডাবল এমফিল সুযোগ পেলেও জকসুতে সে সুযোগ নেই। এছাড়া বিগত ফ্যাসিস্টদের বিচার করা হয়নি। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের প্রস্তাবিত নতুন পদসমূহ হলো: বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী বিষয়ক সম্পাদক; ছাত্রীকল্যাণ বিয়ষক সম্পাদক (শুধু নারীদের জন্যে বরাদ্দ থাকবে); দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক (ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক); ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক; মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক; দফতর সম্পাদক; বিতর্ক সম্পাদক এবং আলাদাভাবে দুটি সম্পাদক করতে হবে; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক থেকে (ক) স্বাস্থ্য সম্পাদক, (খ) পরিবেশ সম্পাদক আলাদাভাবে করতে হবে; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক থেকে করে দুটি সম্পাদক (ক) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, (খ) সংস্কৃতি ও ঐতিহ্য সম্পাদক; কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক।

এর আগে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকসহ একটি সদস্য পদ জকসু বিধিমালায় সংযোজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক, আহ্বায়ক সদস্যসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  জকসু   ছাত্রদল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে ঐতিহ্যবাহী ‘হাইত’ উৎসবে মাতল মাছ শিকারিরা
বিকল্প নেতৃত্বে শক্তিশালী জাতীয় রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে
নারায়ণগঞ্জে অনুপ্রেরণামূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
পাঁচবিবিতে রাস্তায় বাঁশের বেড়া, অবরুদ্ধ দুই পরিবার

সর্বাধিক পঠিত

অষ্টম হয়েই খুশি তাফাননুম নাওয়ার
মোহাম্মদপুরে সাপ্তাহিক বন্ধের দিনেও খোলা থাকে মার্কেট
চুয়াডাঙ্গায় নার্সিং অধিদপ্তর একীভূতকরণের প্রতিবাদে মানববন্ধন
পত্নীতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মেডিকেল টুরিজমে সুহা ট্রাভেলস থাইল্যান্ডের চমক

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close