চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রৌশন সিকদার বাড়ি এলাকায় সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। নিয়মনীতি উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট, খোয়া ও ধুলোবালি ব্যবহার করে সড়ক সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে।
পৌরসভা সূত্র জানায়, ফটিকছড়ি পৌরসভার ‘আন্ডা মার্কেট টু ভেল্লার দোকান সংযোগ সড়ক থেকে ধুরুং খালের পাড় পর্যন্ত প্রায় ৭০০ মিটার দৈর্ঘ্য ও তিন মিটার প্রস্থের সড়ক নির্মাণকাজ চলছে। এ কাজের ব্যয় ধরা হয়েছে ৭৮ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স আলিফ ট্রেডিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, মানহীন কাজের কারণে সড়কটি অল্প দিনের মধ্যেই ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
তারা জানান, বালুর পরিবর্তে মাটি, পুরোনো ও ভাঙা ইটের খোয়া এবং পোড়ামাটির ধুলোবালি দিয়ে কাজ করা হচ্ছে।
স্থানীয় টেলিকম ব্যবসায়ী ইবলুসহ কয়েকজন বাসিন্দা জানান, খুবই নিম্নমানের ইট ও খোয়া দিয়ে কাজ করছে। আমরা বাধা দিয়েছিলাম। কিন্তু, তারা কিছু সামগ্রী সরালেও আবার আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছে।"
অভিযোগ স্বীকার করে মেসার্স আলিফ ট্রেডিংয়ের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, ‘কিছু ইটের খোয়া মানসম্মত ছিল না, আমরা সেগুলো সরিয়ে নিয়েছি।’
ফটিকছড়ি পৌরসভার সহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস বলেন, ‘নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণের কোনো সুযোগ নেই। বিষয়টি নজরে আসার পর ঠিকাদার প্রতিষ্ঠানকে নিম্নমানের খোয়া সরিয়ে নতুনভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সরকারি টাকায় উন্নয়নকাজের ক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএ