যথাযোগ্য মর্যাদায় ওমানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটের আল খোয়ের এলাকার একটি রেস্টুরেন্ট হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ওমান বিএনপির সহসভাপতি ফজলুল বারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির হোসেন রাজার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি এস এম হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম ভূঁইয়া, কামাল উদ্দিন, মোজাম্মেল হক, অলি উল্লাহ, ইসমাইল হোসেন রিপন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদসহ আরও অনেকে।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় বিভিন্ন শাখা থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর প্রায়ত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লব না করলে আজকে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা স্বপ্ন ছিল। ঐদিন দেশের মানুষ একটি স্বাধীন দেশের স্বপ্নের বাস্তবরূপ দেখেছিলেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু রণাঙ্গনের মাঠে জিয়াউর রহমান দেশের জন্য মেজর জিয়ার যে অবদান রেখেছেন তা ইতিহাসের পাতা ম্লান করে থাকবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ, বেগম জিয়ার রোগমুক্তি ও বিশ্বের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।
কেকে/ আরআই