ওমানে উদ্ভোধন করা হয়েছে প্রবাসীদের বহুল কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড প্রদানের কার্যক্রম। অনেক প্রবাসী নির্দিষ্ট সময়ে দেশে যেতে না পারায় তারা বঞ্চিত ছিল এ এনআইডি থেকে। ওমান প্রবাসীরা অনলাইন আবেদনে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস পূরণ করে দূতাবাসের নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে আঙ্গুলের চাপ ও ছবি তোলার সর্বোচ্চ তিন মাসের মধ্যে পাবেন এনআইডি কার্ড।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ১৫তম দেশ হিসেবে ওমানে দূতাবাস মিলানাতনে এ কার্যক্রম উদ্ভোধন করা হয়।
নির্বাচন কমিশনের অধিনে বিশ্বের ৫০টির অধিক দেশের মাঝে এ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়ে ১৫তম দেশ হিসেবে ওমানে চালু করা হয়েছে। এমন উদ্যোগকে স্বাগত জানান প্রবাসীরা।
প্রায় দেড় যুগ আগে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কার্যকর চালু হলেও অনেক প্রবাসী এখনো একজন নিজ দেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দেয়ার মত এ পরিচয়পত্র পায়নি। প্রবাস থেকে দেশে গিয়ে নানা প্রতিকূলতায় তা করে উঠা হয়নি।
নির্বাচন কমিশনের অতিরিক্ত প্রকল্প পরিচালক নুরুজ্জামান খান বলেন, “নির্বাচন কমিশনের ওয়েভসাইটে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে বাংলাদেশ দূতাবাস ওমানের বরাবরে আবেদন করতে হবে। পরে অনলাইনে প্রাপ্ত তারিখে দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে আঙুলের চাপ ও ছবি তোলার সর্বোচ্চ তিন মাসের মধ্যে কাঙ্ক্ষিত পরিচয়পত্র প্রদান করা হবে।”
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আজীম বলেন, “ওমানে আসার পর থেকে প্রবাসীদের কয়েকটা দাবির মধ্যে জাতীয় পরিচয় পত্রে দাবি অন্যতম।” এসময় রেমিট্যান্স যোদ্ধাদের দাবি ও নির্বাচন কমিশনের আন্তরিক প্রচেষ্টায় আজকে এ কার্যক্রম চালু করতে পারায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে রাষ্ট্রদূত বলেন।
বর্তমান সরকার প্রবাসীদের পোস্টাল ভোট চালু করায় প্রবাসীদের কাছে জাতীয় পরিচয়পত্র অনেক গুরুত্ব বহন করে। প্রবাসীদের প্রত্যাশা সহজে প্রতিটি প্রবাসী কর্মস্থলে বসে দ্রুত সময় এনআইডি কার্ড নিতে পারবেন।
কেকে/এজে