আবুধাবিতে বাংলাদেশ প্রিমিয়ার লীগে সেনমার অ্যাভেঞ্জার্স চ্যাম্পিয়ান
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম
ছবি : খোলা কাগজ
বাংলাদেশ-আমিরাত ক্রিকেট কাউন্সিলের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনালে অ্যাকশান ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে সেনমার অ্যাভেঞ্জার্স।
রোববার (১৬ নভেম্বর) আবুধাবিতে মুসাফফাহ শিল্পনগরীর ২৬নং জোনের আইকেড-১ ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আবুধাবি ভিত্তিক সেনমার অ্যাভেঞ্জার্স ও অ্যাকশান ইউনাইটেড এর মধ্যকার উত্তেজনাপূর্ন এই খেলায় সেনমার অ্যাভেঞ্জার্স টসে জিতে এ্যাকশান ইউনাইটেড ব্যাটিং এ পাঠায়। খেলায় এ্যাকশান ইউনাইটেড এর জোবেল ও হাকিমের দুর্দান্ত ওপেনিং জুটির ৭৯ রানের ইনিংস দলকে ভালো স্কোরের দিকে নিয়ে গেলেও পরবর্তী ব্যাটসম্যানদের আশানুরূপ পারফর্মেন্সের অনুপস্থিতিতে এ্যাকশান ইউনাইটেড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫১ রান।
ছবি : খোলা কাগজ
অন্যদিকে ১৫২ রানের টার্গেট খেলায় নেমে সেনমার অ্যাভেঞ্জার্সের ওপেনিং জুটি আবুল কালাম ও সাইদুল ইসলাম ৭১ রান করেন। পরে সজীব চৌধুরী (৬), শাওন সিদ্দিকী (২) ও রাকিব (১) রানে একের পর এক আউট হতে থাকলে দলের মধ্যে কিছুটা আস্থার সংকট দেখা যায়। যদিও পরে ম্যাচে ত্রাণকর্তা হওয়া শাহেদ ও শাহ জাবেদ জুটির অপরাজিত ৬১ রান সংগ্রহের সুবাদে ১ ওভার ও ২ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে সেনমার অ্যাভেঞ্জার্স।
খেলায় শাহ জাবেদ ম্যাচসেরা নির্বাচিত হন। সেরা ব্যাটসম্যান হন আবুল কালাম এবং সেরা বোলার হন মোহাম্মদ শাহেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আমিরাত ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দীন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাগর খান ও সজীব চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সংগঠনের উপদেষ্টা শেখ মোহাম্মদ ইকবাল টুর্নামেন্ট জয়ী স্যানমার অ্যাভেঞ্জার্স এর ক্যাপ্টেন শাওন সিদ্দিকীর হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, শেখ মোহাম্মদ ইকবাল, সরোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন যৌথভাবে সজিব চৌধুরী ও সাগর খান।
উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ সেলিম, শাওন সিদ্দিকী, মোহাম্মদ জোবেল চৌধুরী ।
এতে ম্যান অব দ্য ম্যাচ হন শাহ জাবেদ, সেরা ব্যাটসম্যান হন আবুল কালাম, সেরা বোলার হন মোহাম্মদ শাহেদ। ম্যাচে আম্পায়ার ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ হানিফ।
যে চারটি দল এই টুর্নামেন্টে অংশ নেয় তারা হল সেনমার অ্যাভেঞ্জার্স, অ্যাকশান ইউনাইটেড, এস এ এস ওয়ারিয়র্স ও বাংলা রয়্যাল ক্রিকেট ক্লাব।