সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রবাসী বাংলাদেশী। এছাড়া সাথে থাকা অপর দুই বাংলাদেশী আহত হয়েছেন। তিনজনেই আমিরাতের আজমান প্রদেশে বাস করতেন। নিহত প্রবাসী বাংলাদেশী ছিলেন দুর্ঘটনায় কবলিত ট্রাকের চালক।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে আমিরাতের রাজধানী আবুধাবির সীমান্তবর্তী আলআইন–দুবাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। আবুধাবির কৃষি খামার থেকে নিজেদের পোলট্রি দোকানের জন্য মুরগি সংগ্রহ শেষে আজমান প্রদেশে ফিরছিলেন তারা।
মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাক্তির নাম বেলাল উদ্দিন (৩৪)। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া গ্রামের বাসিন্দা মকবুল আহমেদের পুত্র। আহতরা হলেন মোবারক হোসেন (৪০) ও মোহাম্মদ রিদওয়ান (২৫)।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ ইলিয়াস জানান, সকালে আল আইনের একটি কৃষি খামার থেকে নিজেদের পোলট্রি দোকানের জন্য মুরগি সংগ্রহ শেষে পিকআপে আজমান ফিরার সময় একটি কন্টেইনারবাহী লরিকে ওভারটেক করতে গিয়ে অন্য একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেলালের চালানো ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
কুয়াশার কারণে সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনায় পড়লেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বেলালের ট্রাকটি। ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত দুই বাংলাদেশিকে উদ্ধার করে আবুধাবির বুরজিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলালের বন্ধু ও আজমানের প্রতিবেশী মোক্তার আহমেদ জানান, বেলাল প্রায় ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। দেশে তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।
বর্তমানে নিহতের লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় পুলিশি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।
কেকে/ এমএস