সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রবাস
নিউইয়র্কে মোস্তাফিজুর রহমানের তৃতীয় একক আলোকচিত্র প্রদর্শনী শুরু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৫:৪৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে আলোকচিত্রী মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের তৃতীয় একক আলোকচিত্র প্রদর্শনী। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে অলাভজনক সংগঠন সেভ দ্য পিপল। সহযোগিতায় ছিল ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন অব ইউএসএ কুইন্স চ্যাপ্টার, পিস সেন্টার অব ইউএসএ এবং ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ।

শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় জ্যামাইকার হিলসাইড এভিনিউতে পিস সেন্টারের সেভ দ্য পিপল অডিটোরিয়ামে কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের জেনারেল সেক্রেটারি আফতাব উদ্দীন মান্নান, এনওয়াইসি কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, সেভ দ্য পিপলের সিইও ড. মুহাম্মদ শহীদুল্লাহ, নিউইয়র্কপ্রবাসী আলোকচিত্র সাংবাদিক জয় মণ্ডল, সানাউল হক, খোরশেদ আলম এবং ঢাকা থেকে আসা কয়েকজন আলোকচিত্র সাংবাদিকসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। 

অতিথিরা প্রদর্শনীর আয়োজনকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশের শান্তিপূর্ণ ভাবমূর্তি তুলে ধরার জন্য প্রশংসা করেন।

প্রদর্শনীতে বাংলাদেশের মানুষের জীবনধারা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর আড়ালে থাকা শান্তিকে প্রতিফলিত করে এমন ৪০টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রতিটি ছবিই শান্তি, সৌহার্দ্য, দৃঢ়তা ও আশার আলাদা আলাদা গল্প বহন করছে।

ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ



মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই ৪০টি ছবির মাধ্যমে আমি চেষ্টা করেছি- বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যপটে লুকিয়ে থাকা শান্তির আবহকে তুলে ধরতে। প্রতিটি ছবি একেকটি ছোট গল্প, যেখানে রয়েছে সৌহার্দ্য, দৃঢ়তা আর আশার প্রতিচ্ছবি।’

তিনি আরও বলেন, ‘শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতিই নয়; এটি ন্যায়বিচার, মর্যাদা ও মানবিক সহমর্মিতার উপস্থিতি। আন্তর্জাতিক শান্তি দিবসে আমার ছবিগুলো সেই বার্তাই স্মরণ করিয়ে দিক।’

প্রদর্শনীটি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা প্রদর্শনীর ছবি উপভোগের পাশাপাশি বাংলাদেশকে নতুন দৃষ্টিকোণ থেকে জানার সুযোগ পাবেন। এছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় সেভ দ্য পিপল অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলোকচিত্র অনুরাগীরা উপস্থিত থাকবেন।

আয়োজকদের প্রত্যাশা, এই প্রদর্শনী নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছে বাংলাদেশের শান্তির বার্তা পৌঁছে দেবে। 

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  নিউইয়র্ক   মোস্তাফিজুর রহমান   আলোকচিত্র প্রদর্শনী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close