বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৩০০ পিস গোলগলা গেঞ্জিসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ চাকঢালা বিওপি’র টহলদল সীমান্ত পিলার ৪৩-এর কাছাকাছি গয়ালকাটা এলাকায় মিয়ানমারের দিকে পাচারের সময় চোরাচালানী মালামালসহ একজনকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. আব্দুল আলম (৩৫)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজারপাড়ার মৃত রশিদ আহাম্মদের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৩০০ পিস গোলগলা গেঞ্জি জব্দ করা হয়। এসব কাপড় মিয়ানমারে পাচার হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটককৃত ব্যক্তি।
এ বিষয়ে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় অবৈধ ব্যবসা ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ প্রক্রিয়ায় নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনসহ বিভিন্ন অভিযানে সফলতা অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কেকে/এআর