নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি সাংবাদিক দিদারের
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ২:৫৬ পিএম

ছবি: প্রতিনিধি
হোমনা থানা প্রেস ক্লাবের সদস্য হোমনা থেকে প্রকাশিত হোমনার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার এবং এই আমারদেশ পত্রিকার হোমনা উপজেলা প্রতিনিধি মো. দিদার আহমেদ নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি।
সাংবাদিক দিদার আহমেদের মা বিলকিস আক্তার জানান, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্যবসায়িক কাজে দোকানের মালামাল কিনতে ঢাকায় যান সাংবাদিক দিদার। ঢাকা থেকে ওই দিন সন্ধ্যার আগেই বাড়ি ফেরার কথা থাকলেও আজ রোববার (২৬ অক্টোবর) পর্যন্ত সে বাসায় ফিরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর গতকাল শনিবার (২৫ অক্টোবর) এ ব্যাপারে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
হোমনা থানার ইন্সপেক্টর তদন্ত দীনেশচন্দ্র গুপ্ত জানান, সাংবাদিক দিদার আহমেদ নিখোঁজের ঘটনায় তার মা বিলকিস আক্তার বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কেকে/এআর