নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় এম, এস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির গ্যাস লাইনে মেরামতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- কারখানাটির শ্রমিক আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
আহতদের ঢাকায় জাতীয় বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিসিক শিল্পনগরীতে অবস্থিত এম এস ডাইং লিমিটেড মেইনটিন্যান্সের কাজ করার সময় গ্যাস লাইন বিস্ফোরণ হয়। এতে ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, প্রতিষ্ঠানটি আমাদের খবর দেয়নি। খবর পেয়ে আমরা লোক পাঠিয়েছি।
কেকে/এআর