সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ঢালীপাড়ার শফির বাঁশতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একরামুল হোসেন নামে এক ইমাম নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি ভাড়ুখালি থেকে সাতক্ষীরা যাওয়ার পথে ইজিবাইকে দুর্ঘটনার শিকার হন তিনি। আহত অবস্থায় সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) ভোর পাঁচটায় তার মৃত্যু হয়।
নিহত ইমাম একরামুল হোসেন (৩২) ভাড়ুখালি গ্রামের আব্দুল বারীর পুত্র। মো. একরামুল হোসেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষকের পাশাপাশি ভাড়ুখালি মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের ইমামের দায়িত্ব পালন করতেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কমকতা ওসি সামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।