রোববার, ২৬ অক্টোবর ২০২৫,
১০ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড–কম্বোডিয়ার শান্তি চুক্তি সাক্ষর      ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু      ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬      নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়      চরম সংকটে লবণ শিল্প       নির্বাচনের আগে বড় সংঘাতের শঙ্কা      ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন      
খোলাকাগজ স্পেশাল
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আলেম সমাজের
শিপার মাহমুদ
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:০২ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সাম্প্রতিক সময়ে দেশে ঘটছে একের পর এক ধর্ষণের ঘটনা। উদ্বেগজনক হারে বেড়েছে শিশু ধর্ষণের ঘটনাও। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রসাছাত্রী এবং ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের ঘটনায় দেশজুড়ে শুরু হয় তোলপাড়। একইসঙ্গে বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের মেয়েদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে।

এসব ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শান্ত চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘ধর্ষণ একটি ভয়াবহ মনস্তাত্ত্বিক ব্যাধি ও সামাজিক ব্যর্থতার চিত্র। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, দেশে নারী, শিশু এমনকি নবজাতক পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে।

এদিকে এসব ধর্ষণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন আলেম সমাজের প্রতিনিধিদের। একইসঙ্গে শুধু অপরাধীদের দায় না দিয়ে আত্ম সমালোচনা তাগিদ দেন তারা। 

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, মুসলিম তরুণ বা তরুণী যদি সহজেই প্রলোভনে পড়ে ইমান ও নৈতিকতার সীমালঙ্ঘন করে; তবে সেটা শুধু প্রলোভনকারীর দোষ নয় বরং আমাদের পরিবার ও গোটা সমাজের ব্যর্থতাও বটে। গতকাল বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

তিনি আরো লিখেন সম্প্রতি ফাঁদে ফেলে সংগঠিত ধর্ষণগুলো মুসলিম তরুণীদের জীবনের নিছক কোনো ট্র্যাজেডি নয় বরং আমাদের সামগ্রিক নৈতিক অবক্ষয়ের এক অশনিসংকেত। পাশাপাশি এটি দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এক অপচেষ্টাও বটে। যদি এটি কোনো অপশক্তির ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে তা গোটা দেশ ও জাতির নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য চরম এক হুমকি। প্রশাসনের রহস্যজনক নীরবতা আমাদের নাগরিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। 

মিজানুর রহমান আজহারী বলেন, একইসঙ্গে আমাদেরও আত্মসমালোচনা দরকার আমরা কী শুধু অপরাধীদের ধিক্কার দিয়েই দায় শেষ করছি? কেন আমাদের সন্তানরা এত সহজে প্রলোভনের ফাঁদে পড়ে? অভিভাবকরা কি জানেন তাদের সন্তান কার সঙ্গে মিশছে, কী ধরনের চিন্তায় প্রভাবিত হচ্ছে কিংবা কোন ভার্চুয়াল জগতের গহ্বরে হারিয়ে যাচ্ছে? একজন মুসলিম তরুণ বা তরুণী যদি সহজেই প্রলোভনে পড়ে ইমান ও নৈতিকতার সীমালঙ্ঘন করে; তবে সেটা শুধু প্রলোভনকারীর দোষ নয় বরং আমাদের পরিবার ও গোটা সমাজের ব্যর্থতাও বটে।  

আত্মনিয়ন্ত্রণ, মূল্যবোধ ও নৈতিকতার চর্চা আজ মুসলিম পারিবারিক জীবনে চরম মাত্রায় অবহেলিত হচ্ছে। আমরা সন্তানদের আধুনিক শিক্ষা দিচ্ছি ঠিক-ই কিন্তু তাদের আত্মিক শক্তি, উন্নত চরিত্র ও ইমানি দৃঢ়তা গড়ে তুলতে পারছি না। উত্তর আধুনিকতার এই কঠিন সময়ে, নৈতিকতার চর্চা ও পারিবারিক তারবিয়া ছাড়া কোথাও মুসলিম সমাজ নিরাপদ থাকতে পারবে না। তাই, প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সমাজের প্রতিটি পরিবারকেই হতে হবে ইমানি চেতনা ও নৈতিকতার অভেদ্য দুর্গ। এটাই আমাদের আত্মরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার, যোগ করেন তিনি। 

অন্যদিকে গাজীপুরে তেরো বছর বয়সি কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, এ ঘটনাটিকে ‘প্রেমের সম্পর্ক’ হিসেবে চিত্রিত করার মাধ্যমে প্রশাসন বিষয়টিকে হালকা করার চেষ্টা করছে, যা দুর্ভাগ্যজনক।

গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ আরো বলেন, প্রচলিত আইনে ষোলো বছরের কম বয়সি মেয়েদের সঙ্গে যৌন মিলন হলে তার সম্মতি থাকুক অথবা না থাকুক, সেটা ধর্ষণ হিসেবেই বিবেচিত হয়। এরপরও প্রশাসন কর্তৃক বিষয়টিকে হালকা করার অপচেষ্টা কেন?

শায়খ আহমাদুল্লাহ বলেন, একটি সংঘবদ্ধ চক্র তথাকথিত প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের ধর্ষণ করছে এমন অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা গেলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, সম্প্রতি বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধেও এক মুসলিম ছাত্রীকে অজ্ঞান করে ধর্ষণের বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মুসলিম নারীদের বিশেষ করে পর্দানশীন মেয়েদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রমাণ রয়েছে। তার এসব ঘৃণ্য মন্তব্য থেকে বোঝা যায় এগুলো তার ব্যক্তিগত অপরাধ নয়, বরং সাম্প্রদায়িক অপরাধ এবং এর পেছনে আছে সাম্প্রদায়িক জিঘাংসা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

বুয়েটের ঘটনাটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা বুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি। অভিযুক্ত ধর্ষকের ছাত্রত্ব বাতিল ও সর্বোচ্চ শাস্তির দাবি করছি। একইসঙ্গে গাজীপুরের ঘটনাটিও তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, এই তথাকথিত প্রেমের ফাঁদে ফেলে সংঘটিত ধর্ষণের ঘটনাগুলোতে যদি কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য বা উগ্রবাদী মনোভাব থাকে, তাহলে তা দেশের শান্তিশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি। সরকারকে এসব ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রথম সাত মাসে দেশে শিশু ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেড়েছে বলে উঠে এসেছে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যে।

আসকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে ৩০৬ জন মেয়েশিশুকে ধর্ষণ করা হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১৭৫। এ সংখ্যা ইতোমধ্যেই গত পুরো বছরে রিপোর্ট হওয়া মোট ২৩৪টি ঘটনার তুলনায়ও অনেক বেশি।

ভুক্তভোগীদের বয়সের পরিসংখ্যান আরো ভয়াবহ চিত্র তুলে ধরে। তাদের মধ্যে ৪৯ জনের বয়স ০ থেকে ৬ বছরের মধ্যে, ৯৪ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে এবং ১০৩ জন কিশোরী। ৬০টি ঘটনায় ভুক্তভোগীর বয়স উল্লেখ করা হয়নি। এ বছরের মার্চ ও এপ্রিল মাসে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। মার্চে ১০৬টি এবং এপ্রিলে ৬৪টি। গতবছর এ সংখ্যা ছিল যথাক্রমে ২৯ ও ২৪।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  প্রশাসন   ভূমিকা   প্রশ্ন   আলেম সমাজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড–কম্বোডিয়ার শান্তি চুক্তি সাক্ষর
ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে 'অন্ধের তদন্ত যাত্রা' নামক প্রতীকী লাশ মিছিল
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬
নাইক্ষ্যংছড়ি সীমান্তে গেঞ্জি পাচারের সময় পাচারকারী আটক

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে অপহৃত কিশোরী সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার দুই
মোংলা থানায় আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন
বিএনপিকে ‘চাঁদাবাজ’ তকমা কেন দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে?
কেশবপুরে ছাত্রদল সভাপতির ওপর হামলা
শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close