রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
খোলাকাগজ স্পেশাল
জননিরাপত্তায় নতুন শঙ্কা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১১:৩০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা বেড়ে চলছে। গত শুক্রবার রাতে গাজীপুর, নোয়াখালী, জয়াপুরহাটসহ বেশ কয়েকটি স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এমন ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানপরর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিরির সুযোগ নিয়ে সারা দেশেই ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে যায়। তবে গত ১০ মাসে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনীও আগের চেয়ে সংগঠিত হয়েছে। তারপরও সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা এ ধরনের ঘটনা রোধে পুলিশকে আরো তৎপর হওয়ার কথা বলেন। শহরের বাইরেও গ্রামেও নিরাপত্তার ওপর জোর দেন তারা। বিশেষ করে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি রোধে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রাতের বেলা টহল বাড়ানোর পরামর্শ দেন। 

গাজীপুরের শ্রীপুরে এক চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল তাদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। গত শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি বাজার এলাকার পশ্চিমে চিকিৎসক মোর্শেদুল হক ও মৌসুমী আক্তার দম্পতির বাড়িতে এ ঘটনা ঘটে। দম্পতির একজন অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ও অন্যজন স্ত্রীরোগের চিকিৎসক। 

ভুক্তভোগী চিকিৎসক মোর্শেদুল হক জানান, রাত তিনটার দিকে সাত থেকে আটজনের একটি ডাকাত দল মই বেয়ে তাদের দ্বিতল বাড়ির ওপরে ওঠে। তারা রড বা অন্য শক্ত কিছু দিয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর তার মুখ, চোখ ও হাত-পা বেঁধে ফেলে। তার স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে আলমারির চাবি চাইলে তিনি তা দিয়ে দেন। একই সময়ে পাশের কক্ষে থাকা তার মা বাবাকেও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। মোর্শেদুল হক বলেন, প্রায় আধা ঘণ্টা ধরে তারা ঘরে তল্লাশি চালিয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা, ১১ থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীদের থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

এদিকে একই রাতে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি প্রবাসীর বাড়িতে শাফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার হাত পা মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ ৪ জনকে আটক করে। আটকরা হলেন- চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে করিম (৩৮), সিরাজের ছেলে তানজিদ (২২), জয়নালের ছেলে মাসুম (২৬), হেদায়েতুল্লাহর ছেলে সাইফুল (৩২) ।

ভুক্তভোগী পরিবার জানায়, শুক্রবার গভীর রাতে সৌদি প্রবাসী সুমনের নতুন বাড়ির ঘরের টিন কেটে ঘরে ঢুকে ৮-১০ জন ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। একপর্যায়ে ডাকাত দল ঘরে একা থাকা বৃদ্ধা শাফিয়া খাতুনের মোবাইল ফোন বন্ধ করে হাত পা মুখ ও চোখ বেঁধে ঘরে আলমারিতে থাকা নগদ ২ লাখ টাকা ও ৫-৬ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় শাফিয়া খাতুন অচেতন হয়ে পড়লে মৃত ভেবে রেখে চলে যায় ডাকাত দল। সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বসুরহাট হাসপাতালে ভর্তি করে।

কোম্পানীগঞ্জ থানার (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী বৃদ্ধা গলার আওয়াজ শুনে যাদের সন্দেহ করেছে তাদের ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ব্যবসায়ী দম্পতিকে বেঁধে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে এক পোলট্রি খামারি ও হ্যাচারি ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দলের সদস্যরা ওই ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারধর করে একটি কক্ষে বেঁধে আটকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা লুট করেছে। গত শুক্রবার গভীর রাতে ডাকাতির এই ঘটনায় একটি মামলা হয়েছে। 

ডাকাতদের মারধরের শিকার ব্যবসায়ীর নাম ইসমাইল হোসেন (টুকু) ও তার স্ত্রী বিলকিস আরা। তাদের জামালগঞ্জ বাজারের পাহাড়পুর বৌদ্ধবিহার সড়কের পাশে নীড় নামক একটি বাসা রয়েছে। সেখানেই ঘটেছে ডাকাতির ঘটনা।
 
বিলকিস আরা দাবি করেন, ডাকাতরা নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও দেড়শ ভরি স্বর্ণালংকার, তিন লক্ষাধিক টাকার ছয়টি ঘড়ি লুট করেছে। তবে মামলায় শুধু ৩০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে মামলার বাদী ইসমাইল হোসেনের ছেলে রাসেল হোসেন বলেন, ‘পুলিশ যেভাবে বলেছে, সেভাবেই আমরা মামলা করেছি। স্বর্ণের পরিমাণ বড় বিষয় নয়, আমরা খোয়া যাওয়া স্বর্ণগুলো দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।’

স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইসমাইল হোসেন পোলট্রি ও হ্যাচারি ব্যবসায়ী। জামালগঞ্জ বাজারের মধ্যে তার বাসাটি বেশ সুরম্য। ওই বাসায় ইসমাইল হোসেন, তার স্ত্রী ও গৃহপরিচারিকা থাকেন। রাতে তারা খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে যান। দিবাগত রাত দুইটার পর ছয়জন মুখোশধারী ডাকাত ধারালো অস্ত্র নিয়ে বাসায় ঢুকে ইসলামইল ও তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর তাদের সবাইকে মারপিটের পর একটি ঘরে বেঁধে রেখে ডাকাতরা বাসার নিচতলা ও দ্বিতীয় তলায় গিয়ে আসবাব ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও তিন লাখ টাকা দামের ছয়টি হাতঘড়ি লুট করে পালিয়ে যায়। 

আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় ছেলেকে সঙ্গে নিয়ে ইসমাইল হোসেন থানায় এসেছিলেন। একটি মামলা করেছেন। মামলায় নগদ টাকা, ৩ লাখ টাকার ৬টি ঘড়ি ও ৩০ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ডাকাতের দায়ের কোপে সিএনজিচালিত অটোরিকশাচালক এবং গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় এলাকাবাসী চার ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। উপজেলার এমসি বাজার-বরমী সড়কের সাতখামাইর এলাকার গজারি বনের ভেতর ডাকাতির ঘটন ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  জননিরাপত্তা   শঙ্কা   জিম্মি   ডাকাতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close