পটুয়াখালী জেলার সেরা বাউফল পৌরসভা। নাগরিক সেবায় নতুন দৃষ্টান্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনে পটুয়াখালী জেলার ৫টি পৌরসভাকে পিছনে ফেলে টানা ২য় বার সেরা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় বাউফল পৌরসভাকে জেলার সেরা হিসাবে ঘোষণা করা হয়। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বাউফল পৌর প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বাউফল পৌরসভার অর্জন ১৪৮% যা বছরের সর্বোচ্চ সাফল্য। ২য় স্থানে পটুয়াখালী পৌরসভা (১০১%), ৩য় কুয়াকাটা (৯৪%), ৪র্থ গলাচিপা (৯৩%) এবং ৫ম কলাপাড়া (৭২%)।
সাফল্যের আনন্দে উচ্ছ্বসিত ইউএনও আমিনুল ইসলাম বলেন, ‘দুইবারের জন্য জেলার সেরা হওয়া সত্যিই আনন্দের। তবে এই কৃতিত্ব একার নয় এটা পুরো বাউফল পৌরবাসীর সম্মিলিত সাফল্য। তাদের সহযোগিতা ও জেলা প্রশাসনের দিকনির্দেশনাতেই এটা সম্ভব হয়েছে।’
এর আগে গত জুলাই মাসে প্রথমবার এই কৃতিত্ব অর্জন করে পৌরসভাটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আমিনুল ইসলামের নেতৃত্বে বাউফল পৌরসভা এবারও সর্বোচ্চ নম্বর পেয়ে সেরার আসনে উঠে আসে।
সভায় জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ পরিচালক মো. জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়াসহ জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান।
পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে নাগরিকদের আন্তরিক অংশগ্রহণে বাউফল এখন নাগরিক সেবার এক উজ্জ্বল উদাহরণ।
কেকে/বি