জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদ ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে জুবায়েদ হোসেনের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, সহ-সভাপতি মোহাম্মদ কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল হাসান, প্রচার সম্পাদক মাইদুল হাসান স্মরণ, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, ছাত্রদল নেতা মামুনুর রহমান।
বক্তারা জুবায়েদ হোসেনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
কেকে/ এমএ