সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খোলাকাগজ স্পেশাল
পুশইনের নামে চলছে মুসলিম বিতাড়ন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৫২ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ভারতের আসাম রাজ্য থেকে মে মাস থেকে এখন পর্যন্ত ৩০৩ জনকে অবৈধ অভিবাসী সন্দেহে বাংলাদেশে পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন ট্রাইব্যুনালে ৩০ হাজার ব্যক্তিকে বিদেশি ঘোষণা দেওয়া হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই বিতাড়ন করা হচ্ছে।

আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত সোমবার রাজ্য পরিষদে বলেন, ‘সুপ্রিম কোর্ট থেকে চাপ আছে বিদেশিদের তাড়ানোর বিষয়ে। তাই এখন আমরা আরো সক্রিয় হয়েছি। ৩০৩ জনকে ইতোমধ্যে পাঠানো হয়েছে। এ কাজ দিন দিন আরো জোরদার হবে।’

আসামে যাদের ‘অবৈধ অভিবাসী’ কিংবা ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদের অনেকেই আসলে দীর্ঘদিন ধরে রাজ্যটিতে পরিবার ও জমিজমাসহ বসবাস করছেন। আসামের ২৬০ কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। ফলে এখানে বহু মানুষের পূর্বপুরুষ বাংলাদেশ ভূখণ্ড থেকে এসেছেন। আসামি ও বাংলা ভাষাভাষীদের মধ্যে বহুদিন ধরেই স্থানীয় চাকরি ও সম্পদ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এখানকার অভিযুক্তদের অনেকে এতটাই দরিদ্র যে এসব ট্রাইব্যুনালের রায় চ্যালেঞ্জ করার মতো আর্থিক সামর্থ্যও অনেকের নেই।

মানবাধিকার কর্মীরা বলছেন, এ প্রক্রিয়ায় মূলত মুসলিমদেরই লক্ষ্য করা হচ্ছে। অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, অবৈধ অভিবাসী ঘোষণার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। তবে আসাম সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। আসামভিত্তিক আইনজীবী এবং কংগ্রেস দলের নেতা আমান ওয়াদুদ বলেন, সরকার যেন ইচ্ছেমতো মানুষকে দেশছাড়া করছে। এখনকার অবস্থা আগের চেয়ে অনেক ভয়াবহ। 

নো ম্যানস ল্যান্ডে দিনভর দাঁড়িয়ে 

অবৈধ অভিবাসী ঘোষিতদের মধ্যে একজন পঞ্চাশোর্ধ্ব খাইরুল ইসলাম। তিনি আসামের এক সরকারি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। ২০১৬ সালে একটি ট্রাইব্যুনাল তাকে বিদেশি ঘোষণা করে। দুবছর একটি আটককেন্দ্রে তাকে বন্দি করে রাখা হয় । ২০২০ সালের আগস্টে তিনি জামিনে মুক্তি পান। তিনি বলেন, গত ২৩ মে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নেয়। এরপর ৩১ জনকে একসঙ্গে বেঁধে গাড়িতে তোলা হয়। চোখ ও হাত বাঁধা অবস্থায় তাদের সীমান্তে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘আমাদের মধ্যে ১৪ জনকে আরেকটি ট্রাকে তোলা হয়। এরপর আমাদের সীমান্তের একটি জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এটা ছিল খুবই ভয়ঙ্কর এক অভিজ্ঞতা, এরকম কিছু আগে কখনো হয়নি। তখন ছিল গভীর রাত, সোজা একটা রাস্তা ধরে আমরা হেঁটে যেতে থাকি।’ বাংলাদেশে প্রবেশের পর স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি বিজিবিকে জানায়। এরপর বিজিবি তাদের ১৪ জনকে ধরে সীমান্তের মাঝখানে ‘নো ম্যানস ল্যান্ড’-এ পাঠিয়ে দেয়। সারা দিন আমরা খোলা মাঠে কড়া রোদে দাঁড়িয়ে ছিলাম।’ 

পরে বিজিবি তাদের একটি ক্যাম্পে নিয়ে যায়। এদিকে খাইরুল ইসলামের স্ত্রী আসামে পুলিশকে জানান, তার স্বামীর মামলা এখনো আদালতে চলমান, তাই তাকে ফেরত আনা উচিত।

খাইরুল ইসলাম আরো বলেন, ‘কয়েক দিন পর আমাকে হঠাৎ করে আবার ভারতীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এভাবেই আমি ঘরে ফিরতে পারি। কিন্তু আমার সঙ্গে থাকা অন্যদের কী হয়েছে, তারা কোথায় আছে কিছুই জানি না।’ 

শুধু আসাম নয়, ভারতে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিতদের বিরুদ্ধে অন্যান্য রাজ্যেও অভিযান চলছে। ভারতের পশ্চিমাঞ্চলের আহমেদাবাদ শহরের পুলিশ জানিয়েছে, সেখানে অন্তত ২৫০ জন বাংলাদেশি অভিবাসীকে শনাক্ত করা হয়েছে, যারা অবৈধভাবে বসবাস করছেন। ‘তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে’, বলেন সিনিয়র পুলিশ কর্মকর্তা অজিত রাজিয়ান। 

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  পুশইন   মুসলিম বিতাড়ন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close