বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: ঐকমত্য কমিশন ও সরকারের সঙ্গে বিএনপির প্রত্যাশা মিলে না : সালাহউদ্দিন      জাতীয় নির্বাচন নাও হতে পারে, জুলাই সনদ সবার আগে হতে হবে : তাহের      মেট্রোরেলে নিহত ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূর দিতে রুল      তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে      যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৮      মাঠের নেতাকে চায় স্থানীয় বিএনপি      সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে ব্যবসায়ীদের      
ফিচার
শত বছরের ঐতিহ্য গুঠিয়ার সন্দেশ স্বাদে-ঘ্রানে অনন্য
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সন্দেশ বেশ সুনাম কুড়িয়েছে। স্বাদে অনন্য এ সন্দেশে লেগে থাকে খাঁটি গরুর দুধের টাটকা ঘ্রান। প্রায় শত বছর ধরে বরিশালের বাজারগুলোতে সুনামের সাথে টিকে রয়েছে গুঠিয়ার সন্দেশ। জেলায় নানা রকমের বৈচিত্র্যপূর্ণ মিষ্টি পাওয়া গেলেও এসব মিষ্টির মধ্যে বরিশাল-বানারীপাড়া সংযোগ সড়কের পাশে উজিরপুর উপজেলার গুঠিয়ার সন্দেশ বিখ্যাত।

ঐতিহ্যবাহী এই সন্দেশ পাওয়া যায় বরিশাল শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে বাবুগঞ্জ ও বানারীপাড়ার সীমান্তবর্তী উজিরপুর উপজেলার গুঠিয়া বাজারের মিষ্টির দোকানগুলোতে। বরিশাল থেকে সড়ক পথে বানারীপাড়া যেতে পথে পড়ে, দারোগার হাট ও গুঠিয়া বাজারে আরও অন্তত ১০টি মিষ্টির দোকানে বর্তমানে এই সন্দেশ তৈরি ও বিক্রি হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার আগে পশ্চিমবঙ্গের নদীয়া থেকে সন্দেশ তৈরির কৌশল শিখে আসেন গুঠিয়া এলাকার সতীশ চন্দ্র দাস নামের এক ময়রা। সেই কৌশলের সঙ্গে নিজের অভিজ্ঞতার সমন্বয়ে তিনি ১৯৬২ সালে তৈরি করেন এই সন্দেশ; যা গুঠিয়ার ছানার সন্দেশ নামে সুপরিচিত। 

বংশ পরম্পরায় সে ঐতিহ্য এখনও বহমান। দূর থেকে এই সন্দেশ দেখতে অনেকটা শিউলী ফুলের মতো। সতীশ ময়রা সন্দেশ তৈরি শিখিয়েছিলেন বাদশা হাওলাদারকে। সতীশ ময়রা ও বাদশা হাওলাদার দুইজনের কেউই এখন আর বেঁচে নেই। গুঠিয়ার গ্রাম্য হাটের জৌলুস কমেছে, পাশের বিশাল খাল তার নাব্যতা হারিয়েছে। কিন্তু সন্দেশের বাজার আজও জমজমাট। 

ব্যবসায়ীরা বলেছেন, ‘আন্তর্জাতিক বাজার পেলে সেখানেও বাজিমাত করবে গুঠিয়ার সন্দেশ।’

ভোক্তাদের দাবি, সুস্বাদু ও অত্যন্ত জনপ্রিয় এই খাদ্যপণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার।

স্থানীয় প্রবীণরা জানান, বাবুগঞ্জের মাধবপাশায় জমিদার বংশের পতন ও প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের রাজধানী হয়ে ওঠার সাথে এই সন্দেশের ঐতিহ্য ও সমৃদ্ধির সম্পর্ক রয়েছে। তবে, সে ইতিহাস সঠিকভাবে কোথাও লিপিবদ্ধ নেই।

সন্দেশ সাধারণত নরম হয়। কিন্তু গুঠিয়ার সন্দেশ কড়াপাকের। এ জন্য এই সন্দেশ হয় কিছুটা শক্ত ও শুষ্ক। এই সন্দেশ তৈরির প্রধান উপকরণ দুধ ও চিনি, সাথে কিচমিচ। দুধ থেকে ছানা তৈরির পর তা দিয়ে সন্দেশ তৈরি হয়। দুধ থেকে ছানা কাটার পর পরই তা একটি বড় লোহার কড়াইতে পাকে বা জ্বালে দেয়া হয়। কাঁচা ছানার সাথে কিছু ময়দাও মেশানো হয়। পাকের পর তা মিহি করা হয়। পাক কম-বেশির ওপরেই এ সন্দেশের স্বাদ ও গুণগত মান নির্ভর করে।

গুঠিয়ার সন্দেশের রং সাদা। স্বাদে-ঘ্রানে অনন্য এ সন্দেশে লেগে থাকে দুধের টাটকা ঘ্রাণ। এই সন্দেশ গুঠিয়ার প্রায় শত বছরের ঐতিহ্য। বিখ্যাত এই সন্দেশের ঐতিহ্য ধরে রেখেছেন এখানকার বেশ কয়েকজন কারিগর। নিকুঞ্জ মিস্ত্রি তাঁদেরই একজন। তার বয়স এখন ৬০ বছর। বিখ্যাত এই সন্দেশের প্রস্তুত প্রণালি শিখিয়েছেন ছেলেকেও। এই বাজারে আরও ৮-৯ জন এখনও এই সন্দেশের ঐতিহ্য আঁকড়ে ধরে আছেন। গুঠিয়া সন্দেশের কেজি সাড়ে ৬০০-৭০০ টাকা। কেজিতে ২০-২৫টির মতো সন্দেশ থাকে।

গুঠিয়া বাজারে যে কয়টি সন্দেশের দোকান চালু রয়েছে, তার মধ্যে অন্যতম মাহিয়া মিষ্টান্ন ভাণ্ডার। এর স্বত্বাধিকারী টিটুল হাওলাদার জানান, প্রতিদিন যত মানুষ এই বাজারে মিষ্টি কিনতে আসেন, তার আশি ভাগই সন্দেশ নিতে আসেন। সন্দেশ শুধু নিজে খান এমন না, স্বজনদের জন্যও নিয়ে যান। এমনকি দেশের বাইরেও অনেকে নিয়ে যায়।

সন্দেশ তৈরির কারিগর শ্যামল চন্দ্র ভদ্র বলেন, ‘আমার পূর্বপুরুষ ছিলেন সতীশ চন্দ্র দাস। তিনি যে পদ্ধতিতে সন্দেশ তৈরি করতেন বংশ পরম্পরায় আমরা এখনো সেই পদ্ধতিতেই সন্দেশ তৈরি করে থাকি। এ জন্যই গুঠিয়ার বিখ্যাত সন্দেশের সাথে দেশের অন্য কোনো জায়গার সন্দেশের তুলনা হবে না।’

নিকুঞ্জ মিস্ত্রি বলেন, ‘শীতকালে এবং বৈশাখে সন্দেশের চাহিদা বাড়ে। দুধ ও শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় এখন খুব বেশি লাভ হয় না। তবুও ঐতিহ্য টিকিয়ে রাখতে মানের সঙ্গে আপস করি না।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  গুঠিয়ার সন্দেশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ
সাটুরিয়ায় বিনামূল্যে পাওয়া আচ্ছাদিত ভ্যানে নতুন স্বপ্ন
৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইসমাইল গ্রেফতার
বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
ঐকমত্য কমিশন ও সরকারের সঙ্গে বিএনপির প্রত্যাশা মিলে না : সালাহউদ্দিন

সর্বাধিক পঠিত

মাঠের নেতাকে চায় স্থানীয় বিএনপি
ত্যাগীদেরই চায় তৃণমূল
রাজপথ দখলে বহিষ্কৃতদের ফেরাচ্ছে আওয়ামী লীগ
স্বর্ণের দামে বড় দরপতন, ভরি কত?
ফতুল্লায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close