পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কিছু ভূমিদস্যু কর্তৃক ভূমিহীনদের ভোগদখলীয় জমি জবরদখল করার পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বশির হাওলাদারসহ কয়েকজন ভূমিহীন।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে গলাচিপা ক্লাবে উপজেলার চরবিশ্বাসের চরবাংলার ২৩০ পরিবারের পক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো. আনোয়ার হাওলাদার, মাও. আ. রব খান, মো. জয়নাল সর্দার ও রুবেল হাওলাদার।
সংবাদ সম্মেলনে তারা জানান, সরকারিভাবে ১৪৩২-১৪৩৩ অর্থবছরে ২৩০ একর জমি একসনা খাস খাজনা প্রদানের মাধ্যমে ২৩০টি ভূমিহীন পরিবার ভোগদখল করে আসছেন। ওই জমিকে কেন্দ্র করে বিএনপির নেতা আশ্রাব মোল্লার নেতৃত্বে আওয়ামী সরকারের আমলে জমি জবরদখলকারী কথিত সভাপতি ও দালাল চক্রের মূল হোতা সেরাজ খানসহ জালাল তালুকদার, শাহাবুদ্দিন তালুকদার, মজিবর হাওলাদার, ফারুক মীর ও আশ্রাব মোল্লা—এদের নেতৃত্বে তাদের ভোগদখলীয় জমি ভূমি অফিসকে ভুল বুঝিয়ে তাদের নামের একসনা ইজারা বাতিল করার চেষ্টায় জমি জবরদখল করার পাঁয়তারা করছে। এই জমিকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে একটি সিভিল আপিল হয়, যার নম্বর ৩৮২৮/২০২৫ দেওয়ানি আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৭ মে একটি অন্তর্বর্তী স্টে আদেশ ও নির্দেশনায় বলা হয়, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্টে আদেশ জারি থাকবে।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘তারা গত কয়েক দিন পূর্বে বিএনপি নেতা আশ্রাব মোল্লার নেতৃত্বে পটুয়াখালী প্রেস ক্লাবে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাকের বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মিয়ার বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগে একটি ভুয়া সংবাদ সম্মেলন করে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা, গুজব ও ভিত্তিহীন। জমির সাথে তাদের কোন প্রকার সম্পৃক্ততা নেই। তাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’
কেকে/ এমএ