সাবেক সাংসদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক বলেছেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষ যাকে দেওয়া হবে, আমরা তার পক্ষেই নির্বাচন করবো। আগামী নির্বাচন সহজ হবে না। কারণ, ফ্যাসিস্ট প্রেতাত্মা এখনও বিচরণ করছে।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মাওলাগঞ্জ বাজার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজনে আরও ছিল র্যালি ও আনন্দ মিছিল।
উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকারের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক ঈমান আলীর সঞ্চলানায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, বিএনপি নেতা নাসের খান অপু, জেলা বিএনপির সদস্য কাজী দবির উদ্দিন ও দেওয়ান নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার, জালাল উদ্দিন বাদল, উপজেলা জাসাসের আহ্বায়ক এমএ সালাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম ফাহাদ, ইব্রাহিম সরকার প্রমুখ।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুবশক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে এমএ খালেক আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে।’
বিএনপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জিসান সরকার বলেন, ‘যুবদল সব সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবে।’
কেকে/এমএ