“পানি ও বিদ্যুৎ খাতে টেকসই অবকাঠামো এবং কৌশলগত পরিকল্পনা: ভবিষ্যৎ নেতৃত্বে প্রকৌশলীদের ভূমিকা” শীর্ষক সেমিনারে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (বিডব্লিউপিইএ) নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৫টায় ঢাকার গ্রিন রোডে পানি ভবনের বহুমুখী হলে (লেভেল ১১) এ সেমিনার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পানি ও বিদ্যুৎ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (বিডব্লিউপিইএ) সভাপতি প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ ও মহাসচিব প্রকৌশলী মো. শাহেদুল আজিম সজলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পানি সম্পদ ও পরিবেশ; বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ।
সেমিনারে বিডব্লিউপিইএ’র সভাপতি প্রকৌশলী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিডব্লিউপিইএ’র মহাসচিব প্রকৌশলী মো. শাহেদুল আজিম সজল এবং বিডব্লিউপিইএ’র প্রচার সম্পাদক প্রকৌশলী ড. মোহাম্মদ সাইফ উদ্দিন।
কেকে/এজে