নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় দেশি বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্রসারণে “বীজ বিনিময় উৎসব” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দি হাঙ্গার প্রজেক্ট ও পত্নীতলা উপজেলার বীজ ব্যাংকসমূহ ও সম্ভুপুর আদিবাসি সমাজ কল্যাণ সংস্থা এ উৎসবের আয়োজন করে।
দি হাঙ্গার প্রজেক্ট ও প্রাকৃতিক কৃষক সমাজ উৎসব আয়োজনে সহযোগিতা করে।
উৎসব উপলক্ষে আলোচনা সভায় সম্ভুপুর আদিবাসি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও সম্ভুপুর গ্রাম উন্নয়ন দলের সাধারণ সম্পাদক পরিতোষ পাহানের সভাপতিত্বে অতিথি ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মরিয়ম বেগম শেফা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, দি হাঙ্গা প্রজেক্টের রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমান, সাবেক কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইসাহাক আলী, দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল রানা, আদিবাসী নেত্রী আদরি পাহান, জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ টুড, প্রাণবৈচিত্র খামার ও প্রাকৃতিক কৃষক সমাজের সভাপতি ইফতেখার আলী, লুব্ধ ধানের সংগ্রাহক ও উৎপাদক প্রকৌশলী হাসান জামান সিদ্দিক।
সভায় বক্তারা দেশিয় জাতের শাক-সবজি, ফলমূল উৎপাদন ও বীজ সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তারা অনিয়ন্ত্রিত জীবন ধারা ও খাদ্যরীতির পরিবর্তন করে সুস্থ ধারার জীবন রীতিতে ফিরে আসার আহ্বান জানান। একেবারে তৃণমূলে জনসাধারণের মাঝে এ ধরনের সচেতনমূলক প্রোগ্রাম করার মধ্যদিয়ে প্রকৃত উন্নয়ন ও পরিবর্তন সাধন করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে সম্ভুপুর বোরাম, বুজরুকমাহমুদ গ্রামের ২২০জন কৃষাণ-কৃষাণীর হাতে ৩৭ প্রকার শীতকালীন শাক-সবজির বীজ এবং একটি করে পেঁপের চারা বিতরণ করা হয়।
কেকে/এমএ