গাজীপুরের শ্রীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ‘এএ ইয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় প্রতিষ্ঠানটির কয়েক হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন।
কয়েকজন শ্রমিক জানান, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার তারিখ ছিল ১০ অক্টোবর। কিন্তু, কারখানা কর্তৃপক্ষের লোকজন দিই-দিচ্ছি বলেন তালবাহানা শুরু করছে। বৃহস্পতিবার বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু আজও বেতন পরিশোধ করার কোনো সম্ভবনা নেই। মঙ্গলবার গেটে কারখানা বন্ধের নোটিশ দেখে সবাই মহাসড়ক অবরোধ করে। পুলিশ আমাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেন।
এএ ইয়ার্ন মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘এক মাসের বেতন বকেয়া। বৃহস্পতিবার পরিশোধের তারিখ ছিল। কিন্তু আজও সম্ভব হচ্ছে না। বেতন-ভাতা পরিশোধের জন্য কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। আপাতত কারখানা খোলার পরিবেশ নেই।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েকটি তারিখ দিয়েছে। সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের জন্য বৃহস্পতিবার সর্বশেষ তারিখ ছিল। কিন্তু আজও বেতন না দিয়ে কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।
‘শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু শ্রমিকেরা কিছুতেই সড়ক ছাড়ছিল না। এ সময় টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে রাস্তায় গাড়ী চলাচলের ব্যবস্থা করা হয়। জনভোগান্তি কমাতে চেষ্টা করছি।’
কেকে/ এমএ