মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আদালতের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও আইন অমান্য করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ইউনিয়নের ওমেদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমেদপুর এলাকার তরুণ মেম্বার সমর্থক রিপন মীর এবং কাজী শিপন সমর্থকদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই পরিস্থিতিতে কাজী শিপনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রোববার (২৬ অক্টোবর) এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ১৪৪ ধারা জারির আদেশ দেন।
তবে অভিযোগ, কাজী শিপন নিজেই সেই ১৪৪ ধারা লঙ্ঘন করে সোমবার সকালে রিপন মীরের জমি দখল করতে যান। এ সময় উভয়পক্ষের লোকজন ঢাল, সোরকি, রামদা, লাঠি, ছ্যানদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন।
গুরুতর আহত সাতজনকে ফরিদপুর, ঢাকা ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. তারা মিয়া (৫৫), মো. রফিকুল ফকির (৩০), মো. শরীফ মোল্লা (১৬), মো. সাবু মিয়া (৫০), মো. কালাম মল্লিক (৪৫), মো. শাহিন (৩২) ও মো. রাজু আহমেদ। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তরুণ মেম্বার অভিযোগ করেন, কাজী শিপন ১৪৪ ধারা জারির আবেদন করেও সেটি ভঙ্গ করে তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন।
কাজী শিপন জানান, ১৪৪ ধারা জারি হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা জড়ো হন এবং বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএ