মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের       ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড      প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর      অতিরিক্ত জামিন দেওয়ায় ৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ      ‘নির্বাচন সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার’      প্রার্থী বাছাইয়ে কৌশলী বিএনপি      অর্থনীতিতে গতি ফেরানোয় চ্যালেঞ্জ      
আইন-আদালত
অতিরিক্ত জামিন দেওয়ায় ৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হাইকোর্টে অতিরিক্ত জামিন দেওয়ায় ৩ বিচারপতির নামে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

এই তিন বিচারপতি হলেন- বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেন। নোটিশে তাদের তিন দিনের মধ্যে স্বল্প সময়ে বিপুল সংখ্যক জামিন আদেশ জারি করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

গত ২৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও ডেপুটেশনে নিযুক্ত অতিরিক্ত জেলা জজ মো. মুয়াজ্জেম হোসেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটিশ পাঠিয়ে বিচারকদের এ তথ্য জানান। এ ছাড়া ফোনের মাধ্যমে প্রধান বিচারপতির নির্দেশের বিষয়টি জানানো হয়। 

নোটিশে বলা হয়েছে, বিচারকরা জামিনের আদেশ দেওয়ার সময় দুই সদস্যের বেঞ্চের দায়িত্বে ছিলেন, বর্তমানে তারা একক সদস্যের বেঞ্চে দায়িত্ব পালন করছেন। এছাড়া জামিন আবেদনে অভিযুক্তদের আইনজীবীদের তালিকাও জমা দিতে বলা হয়েছে।  

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, একজন বিচারকের জামিন মঞ্জুর করার ক্ষমতা আছে, তবে চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় ৮০০ মামলার শুনানি সম্ভব কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

হাইকোর্টের অনলাইন কার্যতালিকা অনুযায়ী, বিচারপতি মো. জাকির হোসেন এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ ৪ সেপ্টেম্বর দুপুর ২:০০ টা থেকে ৪:১৫ টার মধ্যে ৬১১টি জামিন আদেশ মঞ্জুর করেন।

ওই দিন বেঞ্চ ১,১০৪টি আবেদনের শুনানি করে এবং ৭৬৮টি মামলায় আদেশ দেয়।

২৪ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকা অনুযায়ী, সকাল ১১:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত ১,১৪১ টি জামিন আদেশ মঞ্জুর করে।

বেঞ্চ ১,৬৫০টি আবেদনের শুনানি করেছে এবং ১,২২৮টি মামলায় রায় দিয়েছে। 

আইনজীবী ও আদালতের কর্মকর্তাদের মতে, এই গণ জামিনের আদেশ সুপ্রিম কোর্টের অভ্যন্তরে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মামলাগুলোতে বেশিরভাগ জামিন দেওয়া হয়েছে। এ সময় গোপালগঞ্জে সংঘটিত সহিংসতায় কমপক্ষে পাঁচজন নিহত হন।  

২৪ সেপ্টেম্বরের শুনানিতে উপস্থিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান বলেন, ২০২৪ সালের জুলাইয়ের সাথে সম্পর্কিত অপরাধের অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের অজ্ঞাত নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় বেশিরভাগ জামিনের আদেশ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, এই মামলাগুলির বেশ কয়েকটি ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনা থেকে হয়েছিল, যেখানে পুলিশ ৮,৩৮৪ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছিল। জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর হামলার ঘটনায়।  

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একই রকম একটি ঘটনায়, ১৬ সেপ্টেম্বর নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তনের বিরোধিতাকারী বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ভবন এবং স্থানীয় থানা ভাঙচুর করে, ১১টি মোটরসাইকেলে আগুন দেয়, বেশ কয়েকটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত করে এবং কমপক্ষে চারজন আহত হয়।

এর আগে, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সাথে সম্পর্কিত একটি হত্যা মামলায় যাত্রাবাড়ী পুলিশের সাবেক উপ-পরিদর্শক সাজ্জাদ উজ জামানকে জামিন দেওয়ার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনার মুখে পড়েন। মামলাটি জুলাই অভ্যুত্থানে এক শহিদের মা দায়ের করেছিলেন। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  প্রধান বিচারপতি   সৈয়দ রেফাত আহমেদ   কারণ দর্শানোর নোটিশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের
কেশবপুর খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
‘ত্রয়োদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়’

সর্বাধিক পঠিত

গৌরনদীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
গভীর রাতে ১১ জনকে পিটিয়ে জখম করল যুবক, অতঃপর...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close