মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কেশবপুর ত্রিমোহীনি মোড় চত্বরে কেশবপুর খুচর সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন ও উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
দুপুরে ত্রিমোহীনি মোড় চত্বরে কেশবপুর খুচর সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি বাবর আলী, সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সাধারন সম্পাদক প্রজিৎ মজুমদার, সাংগঠনিক সম্পাদক পরিমল দাস প্রমুখ।
বক্তারা বলেন, আমরা খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বলবৎ ও চলমান রেখে আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশের ট্রেড অর্গানাইজেশন (টিও) নিবন্ধন পাওয়ার দাবী জানাই।
মানববন্ধন কর্মসূচি শেষে সার বিক্রেতারা কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
কেকে/বি