আওয়ামী লীগ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দ্রুত অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক সার্টি (এনসিপি) মোংলা উপজেলা সমন্বয় কমিটি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদের গেটের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে রোববার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সংগঠনটি লিখিত স্মারকলিপি দিয়েছিল।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাজানো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানরা এখনো দায়িত্বে বহাল আছেন। তাদের অনেকেই সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক ছিলেন। সরকার পরিবর্তনের পরও তাদের ক্ষমতায় রাখা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী।
বক্তারা আরও বলেন, “এই ফ্যাসিস্ট অনুগত চেয়ারম্যানরা মোংলার প্রশাসনিক অঙ্গনে দুর্নীতি ও দলীয় প্রভাব বিস্তারের অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছেন। আমরা চাই শতভাগ ফ্যাসিস্টমুক্ত মোংলা।”
সংবাদ সম্মেলনে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন। এগুলো হল আওয়ামী লীগসংশ্লিষ্ট সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দ্রুত অপসারণ; আইনগত প্রক্রিয়া চলাকালে ইউনিয়ন সচিবদের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা ও অপসারণের পর দক্ষ ও নিরপেক্ষ প্রশাসক নিয়োগ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি বাগেরহাট জেলা প্রতিনিধি মো. আবু হাসান (এনসিপি); মোংলা উপজেলা প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম মৃধা; মোংলা উপজেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ মেরিন; বাগেরহাট জেলা যুব শক্তি প্রতিনিধি রিপন হালদার; মোংলা উপজেলা সদস্য আব্দুল্লাহ শেখ ও রিপন রায়; মিটাখালি ইউনিয়ন প্রধান সমন্বয়কারী মনির খান এবং চিলা ইউনিয়ন যুগ্ম সমন্বয়কারী বাপ্পি সরদার।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি দ্রুত ফ্যাসিস্ট চেয়ারম্যানদের অপসারণ না করা হয়, তবে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে তাদের হটিয়ে দেওয়া হবে।”
কেকে/এমএ