সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) জেলা কারাগারে মারা গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
আহমদ মোস্তফা খান বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজগঞ্জ কারাগারের সুপার এসএম কামরুজ্জামান বলেন, ‘আহমদ মোস্তফা খান বাচ্চু ২০২৫ সালের ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। তিনি শুরু থেকেই হার্ডের সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়বেটিকসের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আশঙ্কজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৪০ শয্যা বিশিষ্ট জেলারেল হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টা ৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
কামরুজ্জামান আরও বলেন, ‘আহমদ মোস্তফা খান বাচ্চু জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলার আসামী ছিলেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
কেকে/এমএ