নারী ও শিশু পাচার রোধে আলোচনা সভা, নাটক ও জারী গানের অনুষ্ঠান সম্পন্ন করেছে বেসরকারি সংস্থা রাইটস যশোর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানার গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল বন্দর প্রেস কাবের সাধারণ সম্পাদক আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন শার্শা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার সাহা, বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী সহিদ, বেনাপোল বন্দর প্রেস কাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, বেনাপোল ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের সচেতন হতে বলেন। ১৮ বছরের আগে যেন কোন ছেলে-মেয়ে কোন অপরিচিত লোকের সাথে না মেশে, সে বিষয়ে সচেতন করা হয়। এছাড়া বৃহৎ সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও পাচাররোধে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
কেকে/ এমএ