শেরপুর সদর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কুসুমহাটি কান্দা শেরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত একাব্বর (২৮) এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৭ অক্টোবর) বিকাল থেকে ফারুকের স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে—এমন সন্দেহে ঝগড়া শুরু করেন। সকালেও ওই বিষয় নিয়ে উত্তেজনার জেরে ফারুক বড় ভাই একাব্বরকে ঘুম থেকে ডেকে ঘরের ভেতরেই ধারালো রামদা দিয়ে কোপাতে থাকে। পরে রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘এটি মূলত ভাইয়ের হাতে ভাই খুন। এই ঘটনায় এখানো কেউ আটক হয়নি।’
কেকে/এমএ