বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচনে টাকার খেলা বন্ধে বিশ্বাসযোগ্য কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, “ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবে না। ভেঙ্গে পড়া নির্বাচনী ব্যবস্থার ওপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে পার্টির নির্বাচন সংক্রান্ত উপকমিটির সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রচারণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
সাইফুল হক বলেন, “আগামী জাতীয় নির্বাচন যাতে টাকার খেলায় পর্যবসিত না হয়—নির্বাচন কমিশন ও সরকারকে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে সন্ত্রাস, পেশীশক্তি ও প্রশাসনিক ম্যানিপুলেশান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৭ বছর ধরে মানুষ উৎসবমুখর যে নির্বাচনের অপেক্ষা করছে তাকে কোন দিক থেকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করা যাবে না।”
তিনি বলেন, “আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় সরকার গঠন ও সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করাটা গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”
তিনি আরো বলেন, “ভেঙ্গে পড়া নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনাই এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে পেশাদারী দক্ষতা নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং নির্বাচনের ‘লেবেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।”
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, যুবরান আলী জুয়েল, ফিরোজ আলী, মোহাম্মদ সালাউদ্দিন, বাবর চৌধুরী, জোনায়েদ হোসেন, চুন্নু সিকদার, মাহমুদ উল হাসান খান, মো. আবু হানিফ, গোলাম রাজিব, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, ওসমান কবির, মাহমুদুল হাসান, মোহাম্মদ সৈকত প্রমুখ।
কেকে/এজে