পঞ্চগড়ের বোদায় মহাবিপন্ন প্রাণী বনরুই পাওয়া গেছে।
সোমবার (২৭ অক্টোবর) রাত ১০টায় উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মহাবিপন্ন প্রাণী বনরুইটিকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিদ্যালয় সংলগ্ন ধানক্ষেত থেকে প্রাণীটি মাঠে উঠে আসার সময় লোকজন এটিকে চিনতে না পেরে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে।
পরবর্তীতে স্থানীয় ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সদস্য শহীদুল ইসলাম খবর পেয়ে প্রাণীটিকে উদ্ধার করেন এবং প্রাণীটির নাম বনরুই বলে শনাক্ত করেন।
এ বিষয়ে শহীদুল ইসলাম জানায়, ‘খবর পেয়ে দ্রুত কালিয়াগঞ্জ দ্বিমুখী নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করি। মানুষের আঘাতে বনরুইটি রক্তাক্ত হলেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন প্রাণীটি সুস্থ আছে।’
তিনি আরও জানায়, ‘এই এলাকায় পূর্বে বনরুইয়ের দেখা পাওয়া যায়নি। সীমান্তবর্তী ভারত থেকে খাবারের সন্ধানে প্রাণীটি চলে আসতে পারে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান সানাউল্লাহ পাটোয়ারীর নির্দেশে এবং দিনাজপুর ডিভিশনের ফরেস্ট কর্মকর্তার পরামর্শে বনরুইটিকে সিলেটের রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হবে।
কেকে/বি