অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:৫৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে দুই মাস মেয়াদী ভ্রাম্যমাণ কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণে নির্বাচিতদের নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ম্মারকলিপিও দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বরাবর ম্মারকলিপি দেনন তারা।
জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রভিলেজড রুরাল ইয়ং পিপলস অব বাংলাদেশ শীর্ষক দুই মাস মেয়াদী ভ্রাম্যমাণ কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক কোর্সে যুবক ও যুব মহিলাদের থেকে আবেদনের আহ্বান করা হয়। নিয়মানুযায়ী নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি টানানো, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুব উন্নয়ন কর্মকর্তার আইডি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রশিক্ষণে অংশ নিতে ৮৫ জন আবেদন করেন। পরে পাঁচ সদস্য বিশিষ্ট একটি গঠন কমিটি গঠন করে নির্দিষ্ট তারিখে সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে ২০ জন যুবক ও ২০ জন যুব মহিলাসহ ৪০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। তারা সকলেই ঈশ্বরগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. জাহিদুল করিম, মেহদি হাসান সায়মন, বায়েজিদ আলম ও প্রশিক্ষণার্থী মাইশা খানম, সুইটি আক্তার বক্তব্য দেন।
তারা বলেন, ‘অনৈতিকভাবে প্রশিক্ষণে অংশ নিতে না কারণে আক্রোশের বশবর্তী হয়ে একটি কুচক্রী মহল স্বচ্ছ প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের অপ্রচার চালাচ্ছে। তারা প্রশিক্ষণে চান্সপ্রাপ্ত ৪০ জন যুবক-যুব মহিলাকে বাতিল করাতে চান। যে কারণে কুচক্রী মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালায় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। প্রশিক্ষণে আমরা যে ৪০ জন চান্সপ্রাপ্ত হয়েছি, আমরা সবাই ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। আমাদের নাগরিক অধিকারমূলে সঠিক নিয়োগ প্রক্রিয়ায় আমরা প্রশিক্ষণ তালিকায় স্থান পেয়েছি। যদি আমাদের নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
এ বিষয়ে ইউএনও সানজিদা রহমান বলেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সে নির্বাচিতরা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধনের পর আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’