আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সাত সংবাদ খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হল।
১. ১৫০-২০০ জনের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউবাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সাধারণ নির্বাচনের জন্য নির্বাচন পর্যবেক্ষকদের একটি বড় প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছে ইইউ- যা ২০০৮ সালের পর এবারই প্রথম।’ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
২. সংসদ নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনেরজাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
৩. বেসরকারি কলেজে ‘সিনিয়র প্রভাষক’ পদ বিলুপ্তবেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সংশোধন করে কলেজের ‘সিনিয়র প্রভাষক’ পদ বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগ যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নীতিমালায় সংশোধনের পরিপত্র জারি করে।
৪. ডেঙ্গুতে চারজনের মৃত্যুদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে এক হাজার ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫. প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৪.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৬. শিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়াশিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের সীমান্তঘেঁষা রোস্তভ এলাকায় অনুষ্ঠিত রুট মার্চে অংশ নিয়েছে তারা। এতে অস্ত্র পরিচালনাসহ সামরিক বিভিন্ন কৌশল রপ্ত করছে তারা। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই শিশুদের আত্মবিশ্বাসী আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে, রুশ সেনাবাহিনীর ক্যাম্পে কঠোর প্রশিক্ষণে ঘাম ঝরাতে ব্যস্ত ছোট ছোট শিশুরা। দেশ রক্ষার জন্য কঠোর পরিশ্রমেও তাদের চোখেমুখে নেই ক্লান্তির ছাপ।
৭. বিক্রি হওয়ার পথে বিখ্যাত মারকানা স্টেডিয়ামবিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম বিখ্যাত এক স্থান- ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম। ১৯৫০ সালের বিশ্বকাপের ‘মারাকানাজো’ থেকে শুরু করে ব্রাজিলের অসংখ্য গৌরবগাথার সাক্ষী এই মাঠ এখন বড় এক বিতর্কের কেন্দ্রে। সাত দশকেরও বেশি সময় রাজ্য মালিকানায় থাকা এই ঐতিহাসিক স্থাপনা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রিও দে জেনেইরো সরকার, যার লক্ষ্য সরকারি ব্যয় কমানো এবং আর্থিক ঘাটতি পূরণ।
রিও রাজ্য সরকার সম্প্রতি এমন একটি প্রস্তাব উপস্থাপন করেছে, যার মাধ্যমে জনসম্পদ বিক্রির পথ খুলে দেওয়া হবে। সেই তালিকায় রয়েছে মারাকানা স্টেডিয়ামও।
কেকে/এমএ